ক্রিকবিডি২৪ডটকম
চার বছর আগে হারিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে। হুমার মৃত্যুর পর জানিয়েছিলেন, ‘আর বিয়ে নয়। দুই সন্তানকে নিয়েই কাটিয়ে দেব বাকীটা জীবন।’ কিন্তু সুদর্শন সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামকে নিয়ে থেমে থাকেনি গুঞ্জন!
এইতো কিছুদিন আগেই রটেছিল সাবেক পাকিস্তান অধিনায়ক বিয়ে করছেন বলিউড নায়িকা সুস্মিতা সেনকে। দুজনকে একসঙ্গে দেখাও গেছে একাধিক সময়। কিন্তু বন্ধুত্বেই আটকে ছিল তাদের সম্পর্ক।
জীবন কারো জন্য থেমে থাকে না। ফের ভালবাসার ছোঁয়া লেগেছে আকরামের জীবনে। মনের মানুষ পেয়ে গেলেন সুইং অফ সুলতান। দ্বিতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন তিনি।
পাত্রী পাকিস্তান কিংবা ভারতের কেউ নন। অস্ট্রেলিয়ার মেয়ে সানিয়েরা থম্পসনের সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে গেছে ৪৭ বছর বয়সী ওয়াসিমের। ৩০ বছর বয়সী সানিয়েরার সঙ্গে এই কিংবদন্তি ক্রিকেটারের পরিচয় ২০১১ সালে। মেলবোর্নে এক অনুষ্ঠানে দেখা। এরপর বন্ধুত্বা। জানাশোনা। অজান্তে নীরবে তাদের মনে জমতে থাকে ভালবাসা।
আর এভাবেই সোনালী চুলের সানিয়েরাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন ওয়াসিম। অস্ট্রেলিয়ার পত্রিকা হেরাল্ড সানের সঙ্গে তিনি বলেছেন, ‘আসলে আমি কখনোই ভাবিনি ফের বিয়ে করবো। কিন্তু ওর মতো একজনকে পেয়ে সিদান্তটা বদলাতেই হল। ফের সত্যিকারের ভালবাসা পেয়েছি আমি।’
ওয়াসিমের প্রেমে বুঁদ অজি সুন্দরীও বিয়ের জন্য প্রস্তুত। এরইমধ্যে ইসলাম ধর্ম গ্রহন করেছেন তিনি। নিজেকে পাকিস্তানি হিসেবে পরিচয়ও দেওয়া শুরু করেছেন।
আকরামের প্রথম স্ত্রী হুমা মারা গেছেন ২০০৯ সালে। তাদের দুই ছেলের বয়স ১৫ ও ১২।
Discussion about this post