দেশের বাইরে শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি। টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন রয়েছে ওমানে। একদিনের রুম কোয়ারেন্টাইনের পর দল অনুশীলনে নেমেছে মঙ্গলবার।
এমনিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে তিনদিনের অনুশীলনের পর স্থানীয় দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটা বাতিল করেছিল টাইগাররা। কিন্তু ওমানে গিয়ে স্বাগতিকদের সঙ্গে আলোচনায় বসে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।
৮ অক্টোবর বাংলাদেশ ওমান ‘এ’ দলের সঙ্গে ম্যাচ বাংলাদেশ দলের। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের মূল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিনদিনের অনুশীলনের পর ওমান ‘এ’ দলের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ খেলে টাইগাররা যাবে আরব আমিরাতে। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। তারপর সুপার-১২ রাউন্ডে উটার লড়াই।
১২ ও ১৪ অক্টোবর আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। দল ফের ওমানে ফিরবে ১৫ অক্টোবর।
এরপরই ১৭ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর খেলা স্বাগতিক ওমানের সঙ্গে লড়াই। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ। এই লড়াইয়ে পাশ করলে সুপার টুয়েলভ খেলতে ২২ অক্টোবর আবার আমিরাতে যাবে টাইগাররা।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।
Discussion about this post