নিউজিল্যান্ড সফর শেষ হতেই এখন ছুটির মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। সামনে বিশ্বকাপ তার আগে জৈব-সুরক্ষা বলয় থেকে আপাতত ছুটি। পরিবারের কাছেই ছুটে গেছেন প্রায় সব ক্রিকেটার। ছুটিতে কোচিং স্টাফরাও। এরমধ্যে এই সময়টা কাজে লাগাচ্ছেন ৭ ক্রিকেটার।
জানা গেছে, পবিত্র ওমরাহ করতে যাচ্ছেন ৭ ক্রিকেটার। যারমধ্যে ৫ জন আছেন টি-টুয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন এই সময়টাতে যাচ্ছেন ওমরাহ করতে।
এই পাঁচ ক্রিকেটারের বাইরে তাদের সঙ্গে আরও তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানও যাবেন ওমরাহ করতে। ৭ ক্রিকেটারের সঙ্গী হচ্ছেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।
সব ঠিক থাকলে ১৬ সেপ্টেম্বর ওমরাহ করার উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ওমরাহ শেষে আগামী ২১ সেপ্টেম্বর ফেরার কথা তাদের।
এরপর দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম। তারপরই ক্যাম্প। ৪ অক্টোবর ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবেন টাইগার ক্রিকেটাররা। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে ওমানে কোয়ারেন্টাইন লাগবে না। বাংলাদেশ দলের প্রত্যেকের পুরো ভ্যাকসিন নেওয়া আছে। এ কারণেই ওমানে তিনদিন পরই শুরু অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে টাইগাররা।
১৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথম পর্ব পার হতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের ম্যাচের পর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের লড়াই ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে।
Discussion about this post