ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চলতি মাসেই মাঠে গড়াবে ‘প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০’। যেখানে লড়বে ৫৫৬টি স্কুল দল। ১১ হাজারের বেশি ক্রিকেটারের এ প্রতিযোগিতা শুরু হবে দেশের ৬৪ জেলায়, ৭০টি ভেন্যুতে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারই দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে লড়বে ১১ হাজারেরও বেশি ক্ষুদে ক্রিকেটাররা।
আগামী ২০ জানুয়ারি থেকে মাঠের লড়াইয়ে নামবে ক্ষুদে ক্রিকেটাররা। স্কুল ক্রিকেটের পৃষ্টপোষক এবারও প্রাইম ব্যাংক। অন্যবারের মতো অবশ্য টুর্নামেন্টের নাম থাকছে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন হওয়ায় নামটা হচ্ছে ‘বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।’
জেলা পর্যায়ে শুরু হবে এ প্রতিযোগিতা। এরপর ৬৪ জেলার চ্যাম্পিয়নদের নিয়ে বিভাগীয় পর্যায়ের লড়াই। ৭ বিভাগের চ্যাম্পিয়ন আর ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলকে নিয়ে জাতীয় পর্যায়ের খেলা শেষে পাওয়া যাবে চ্যাম্পিয়ন স্কুলকে।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উন্মোচন করা হয় দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টের লগো। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ অনেকেই।
Discussion about this post