ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সংক্রমণের কারণে এক রাউন্ড শেষেই স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এরপর ক্রিকেটাররা মাঠে ফিরলেও লিগ নিয়ে ফের সম্ভাবনা জেগে উঠে। এরইমধ্যে ৪৫ ক্রিকেটার নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে প্রেসিডেন্টস কাপ। নভেম্বরে শুরু হবে ৭৫ ক্রিকেটার নিয়ে শুরু হবে ঘরোয়া টি-টুয়েন্টি। সব মিলিয়ে ঢাকা লিগের ভাগ্য অনিশ্চিতই থাকল।
সোমবার জানা গেল ১২ ক্লাবের লড়াই এ বছর হচ্ছেই না। বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানালেন- এ বছর প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাবনা কম। আসছে বছরেই তাদের চোখ। ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন’- প্রথম রাউন্ডের খেলা শেষেই থমকে গিয়েছিল।
গণমাধ্যমে খালেদ মাহমুদ সুজন জানালেন, ‘দেখুন, ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা জটিল, খুব কঠিন। প্রেসিডেন্টস কাপে মাত্র তিনটি দল জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলছে। এরপর আমরা ৫ থেকে ৬টা দল নিয়ে একটা টি-টুয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছি। এরপরই ঢাকা প্রিমিয়ার লিগ। ১২টি দল। প্রতি দলে ১৫ জন করে খেলোয়াড়, কোচ, ম্যানেজম্যান্টসহ কমপক্ষে ২০ জন। সব মিলিয়ে প্রায় ২৭০ জনের মত লোককে একসঙ্গে আবাসনের ব্যবস্থা করার মত জায়গা কোথায় আছে, এটাবড় প্রশ্ন। আমরা যদি সিঙ্গেল লিগও করি আরও ১০টা করে ম্যাচ বাকি আছে, লম্বা সময়।’
তবে ক্রিকেটারদের রুটি-রুজির এই লিগ নিয়ে বিসিবি ইতিবাচক। সুজন বলেন, ‘প্রেসিডেন্ট স্যারও (নাজমুল হাসান পাপন) ইতিবাচক, ঢাকা লিগ হোক। সবকিছু সমন্বয় করে আমরা কবে লিগ করতে পারি সেটাই দেখছি। তবে এবার লিগ হচ্ছে না এটা নিশ্চিত।’
বিসিবি প্রেসিডেন্টস কাপের পরই টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে। নভেম্বর-ডিসেম্বরে সেই লড়াই। এরপরই সিসিডিএম ও ক্লাবের সঙ্গে বসতে হবে বিসিবি। জানুয়ারিতে হতে পারে ঢাকা লিগ। যদিও বছরের শুরুতে আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ। তখন ঘরোয়া লিগ চালানো কঠিনই।
Discussion about this post