ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
ইঙ্গিতটা আগেই ছিল। নির্বাচকরা তাদের কথা রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের আগে মুস্তাফিজুর রহমানকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিলেন তারা। বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেলেন কাটার মাস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে নেওয়া হয়েছে তাকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফেরা চোট নিয়ে ফিরেন মুস্তাফিজ। এজন্য আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি তিনি। এমন কী ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ছিলেন না তিনি। তবে ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন দ্য ফিজ। সফরের আগে অনুশীলনের জন্যই তাকে ‘এ’ দলে রাখা হয়েছে। ম্যাচের আগে তার ফিটনেসের অবস্থা বুঝেই খেলানোর সিদ্ধান্ত হবে মুস্তাফিজকে। সামান্য ঝুঁকি থাকলে ম্যাচ খেলানো হবে না বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল থেকে তৃতীয় ম্যাচে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি। বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা পাওয়া সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি ও এনামুল হক নেই। আছেন ওপেনার মিজানুর রহমান, স্পিনার সানজামুল ইসলাম ও তরুণ পেসার হাসান মাহমুদ।
সিলেটে মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজের শেষ আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ।
বাংলাদেশ ‘এ’ দল-
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, তুষার ইমরান, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, জুবায়ের হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post