ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দক্ষিণ এশিয়ান গেমসে এক দশক পর ফিরছে ক্রিকেট। ২০১০ সালে শেষবার ছেলেরা খেললেও এবারই প্রথম মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে। তাত খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়ে। এশিয়া কাপ চ্যাম্পিয়নরা সেরাটা খেলে স্বর্ণ জেতার লক্ষ্য নিয়ে শুক্রবার দেশ ছেড়েছে।
এসএ গেমসের ক্রিকেট ইভেন্টে অংশ নিতে যাওয়ায় আগে শুক্রবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাহানারা আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘এসএ গেমস খেলতে নেপালের পোখারায় যাচ্ছি। সবাই আমাদের দোয়া করবেন। আমরা যেন আমাদের লক্ষ্য পূরণ করে দেশে ফিরতে পারি।’
নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারায় ১-১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে এএস গেমস। এসএ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয় ২০১০ সালে। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২০১৪ সালে ইনচনে মাত্র ৪ রানের জন্য সোনা বঞ্চিত হয়েছিল তারা। তবে এবার প্রথম মিশনেই এ টুর্নামেন্ট থেকে স্বর্ণ জিতে ফিরতে।
এবার ‘বি’ গ্রুপে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। ২ ডিসেম্বর পোখারায় মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৫ই ডিসেম্বর একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হতে পারলে ৭ই ডিসেম্বর সেমিফাইনালে নামবে বাংলাদেশ। পরদিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ৯ই ডিসেম্বর পোখারায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
বাংলাদেশ নারী ক্রিকেট দল
সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), নাহিদা আক্তার, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া। স্ট্যান্ডবাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম, পান্না ঘোষ ও শায়লা শারমিন।
Discussion about this post