ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব ধরণের ক্রীড়া ইভেন্ট আপাতত স্থগিত করোনাভাইরাস কালো থাবায়। এদিকে এশিয়া কাপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ টুর্নামেন্টে ভেন্যু ঠিক করতে এ মাসের শুরুতে বৈঠকে বসার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে এ বৈঠক। তাই প্রশ্ন উঠেছে, এ টুর্নামেন্ট মাঠে গড়াবে তো।
এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু দেশটিতে ভারত খেলতে না যাওয়ার ঘোষণায় ভেন্যু পরিবর্তন করতে হচ্ছে এসিসির। এজন্য
গুঞ্জন উঠেছিল, এ টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাত বা বাংলাদেশে হওয়ার। এজন্য চলতি মাসের শুরুতে দুবাইয়ে বৈঠকে বসার কথা ছিল এসিসির। কিন্তু করোনা আতঙ্কে সে বৈঠক পিছিয়ে যায়। এবার আইসিসির বৈঠকের পাশাপাশি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ সেরে নিতে চেয়েছিল এসিসি। কিন্তু করোনা আতঙ্কে আবারও স্থগিত হয়েছে এই বৈঠক। সংবাদমাধ্যম জানিয়েছে, এখন ভিডিও লিংকের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নিরপেক্ষ ভেন্যু বেছে নিলেও এসিসির নির্বাহী পর্ষদের কর্মকর্তাদের পাকিস্তান অনুরোধ করবে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচগুলো যেন তাদের মাটিতে খেলানো হয়। এ নিয়ে এক সূত্রের বক্তব্য, ‘ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। ঘরে এশিয়া কাপের কিছু ম্যাচ আয়োজন করে উপকৃত হতে চায় পাকিস্তান।’
এ বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। কিন্তু করোনার কারণে নির্ধারিত সময়ে হবে কি না এ টুর্নামেন্ট উঠেছে প্রশ্ন।
Discussion about this post