সেই ১৯৮৪ সালে যাত্রা শুরু এশিয়া কাপ ক্রিকেটের। তখনো অবশ্য এই অঞ্চলে ক্রিকেট এতোটা জনপ্রিয় হয়ে উঠেনি। লাগেনি পেশাদ্বারিত্বের ছোঁয়াও।
প্রথম টুর্নামেন্টের আয়োজক ছিল সংযুক্ত আরব আমিরাত। শারজায় ফাইনাল শেষে শেষ হাসি ছিল ভারতের, রানার্স আপ শ্রীলঙ্কা। এরপর দুই বছর পর প্রায় নিয়মিতই হয়েছে এশিয়ান ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াই। ‘প্রায়’ শব্দটা এ কারনেই ব্যবহার করা ১৯৯০-৯১ এরপর একটা বিরতি ছিল। ফের ১৯৯৫ থেকে নিয়মিত হচ্ছে এই ৫০ ওভারের লড়াই।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতেই অনুষ্টিত হয় পুরো টুর্নামেন্ট। যেখানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি দেশ উঠে যায় ফাইনালে।
টুর্নামেন্টের ইতিহাসে সেরা ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। লঙ্কান এই ব্যাটসম্যান ২৫ ম্যাচ খেলে করেছেন ১২২০ রান। সেরা বোলারও একই দেশের। মুত্তিয়া মুরালিধরন, নিয়েছেন ৩০ উইকেট।
এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। এ পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। চারবার শিরোপা জিতে এরপরই আছে শ্রীলঙ্কা। পাকিস্তান দুইবার। গত এশিয়া কাপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এবার এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে আফগানিস্তান।
রোল অব অনার
সাল চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৮৪ ভারত শ্রীলঙ্কা
১৯৮৬ শ্রীলংকা পাকিস্তান
১৯৮৮ ভারত শ্রীলঙ্কা
১৯৯০-৯১ ভারত শ্রীলঙ্কা
১৯৯৫ ভারত শ্রীলঙ্কা
১৯৯৭ শ্রীলঙ্কা ভারত
২০০০ পাকিস্তান শ্রীলঙ্কা
২০০৪ শ্রীলঙ্কা ভারত
২০০৮ শ্রীলঙ্কা ভারত
২০১০ ভারত শ্রীলঙ্কা
২০১২ পাকিস্তান বাংলাদেশ
Discussion about this post