শিরোনামে তোলা প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরেই। নুরুল হাসান সোহানকে কি দেখা যাবে এ মাসের শেষে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেটে? যদিও উত্তরটা এখনই দেওয়া যাচ্ছে না। জিম্বাবুয়ে থেকে চোট নিয়ে ফেরা এই তারকা ক্রিকেটার এখন সুস্থ হতে লড়ছেন। তাকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়া নুরুল হাসান সোহানকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সোহান নিজেই এই তথ্য দিলেন, ‘সিঙ্গাপুর যাবো। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করছি এশিয়া কাপের আগে ঠিক হবো।’ তার মানে এশিয়া কাপ দিয়েই ফিরতে চাইছেন সোহান।
বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চোধুরীও তার সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। যদিও এখনো নিশ্চিত নয় অস্ত্রোপচার লাগবে কীনা।
দেবাশীষ বলেন, ‘দেখুন, আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ বিপক্ষে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিঙ্গাপুর যাচ্ছি।’
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্বের অষিখে হয়েছিল সোহানের। দুটো টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েই ইনজুরিতে পড়েন। তাইতো সিরিজ হার দেখে সোহান বলছিলেন ‘অবশ্যই, খারাপ তো লাগবেই। হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে। যেহেতু খেলাও দেখিনি, কোনো মন্তব্যও করতে পারছি না।’
চোট কাটিয়ে ফেরা প্রসঙ্গে সোহান বলেন, ‘আশা করি এশিয়া কাপের আগে সেরে উঠব। ইনশাআল্লাহ, তিন সপ্তাহের মধ্যে সেরে উঠব। ফ্র্যাকচার আছে, হাড় একটু সরে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতে টি-টুয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল।
Discussion about this post