প্রত্যাশিত ব্যাপারটাই ঘটল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ তৈরি হল সাকিব আল হাসানের। বুধবার এশিয়ান গেমসের ক্রিকেট দলে নেয়া হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। চাকিংয়ের অভিযোগ উঠা সোহাগ গাজীর জায়গায় তাকে নেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু হচ্ছে ১৭তম এশিয়ান গেমস।
চাকিংয়ের অভিযোগ উঠা পেসার আল আমিন হোসেনও নেই দলে। তার জায়গায় ডাক পেলেন রুবেল হোসেন।
গত ৭ জুলাই ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগ’ দেখিয়ে সাকিবকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের বাইরের লিগে নিষেধাজ্ঞা ছিল ২০১৫ সালের শেষ পর্যন্ত। এ নিয়ে পরে সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রিকেট ভক্তরা বোর্ড কর্তাদের পদত্যাগ দাবী করেন। বলা হয় লঘু পাপে গুরুদন্ড পেলেন সাকিব। চাপে পড়ে ক্রিকেট বোর্ড।
শৃঙ্খলাভঙ্গের ‘বেশ কিছু অভিযোগ’-এর ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। কিন্তু কখনোই সেই অভিযোগগুলো কী তা জানান নি। একারনেই প্রশ্নবিদ্ধ হয়েছে পাপনের সিদ্ধান্ত।
তাইতো গত ২৬ আগস্ট সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। সেই মেয়াদ শেষে ফের দেশসেরা ক্রিকেটার ফিরছেন লড়াইয়ে।
টি-টুয়েন্টি এই ক্রিকেট লড়াইয়ে বাংলাদেশের দলের নেতৃত্বে থাকবেন পেসার মাশরাফি বিন মর্তুজা।
এশিয়াডে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।
Discussion about this post