এশিয়া কাপে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার দায় স্বীকার করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সমর্থকদের প্রতিশ্রুতি দেন সামনে ভালো কিছু উপহার দেওয়ার।
বাংলাদেশ এবারের আসরে ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। গ্রুপ পর্বে জয় পেয়েছিল আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। সুপার ফোরের শুরুতেও শ্রীলঙ্কাকে হারিয়ে স্বপ্ন জিইয়ে রেখেছিল দল। তবে ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হয়ে ওঠে অলিখিত সেমিফাইনাল। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে থামালেও ব্যাটিং ব্যর্থতায় ১২৪ রানে থেমে যায় বাংলাদেশ। ১১ রানে হেরে বিদায় নিতে হয় লিটনদের।
গুরুত্বপূর্ণ সেই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি লিটন। এ নিয়ে তার আক্ষেপ স্পষ্ট, ‘আঘাতের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের। একই কারণে আফগানিস্তান সিরিজেও খেলতে পারব না। সুস্থ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেও সফল হইনি-এটা আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।’
দলের ব্যর্থতা নিয়েও ভক্তদের কাছে ক্ষমা চান তিনি, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা ও শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সম্ভব হয়নি। তাই বাংলাদেশ দলের পক্ষ থেকে আমরা সকল সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
তবে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি লিটন, ‘টুর্নামেন্টজুড়ে যে অঢেল সমর্থন পেয়েছি, তার জন্য প্রতিটি ভক্তকে ধন্যবাদ। বিশ্বের সেরা সমর্থক আমাদেরই আছে। আশা করি, শিগগিরই আপনাদের প্রাপ্য আনন্দ ফিরিয়ে দিতে পারব।’
আগামী বৃহস্পতিবার শারজায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। লিটন না থাকায় অধিনায়ক হবেন জাকের আলী অনিক। চোটের কারণে জাতীয় দলের বাইরে আছেন এই তারকা ক্রিকেটার।
Discussion about this post