এশিয়া কাপ শুরুর আগে ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বাংলাদেশ দলের উপর কঠোর দৃষ্টি রেখেছেন। তিনি মনে করছেন, ‘বি’ গ্রুপে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নামা বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকেই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে।
চোপড়া বলেছেন, ‘বাংলাদেশ সম্ভবত গ্রুপ পর্বেই সমস্যায় পড়বে। আফগানিস্তান আর শ্রীলঙ্কা দুটি দলই অভিজ্ঞ এবং শক্তিশালী। আফগানদের টি-টোয়েন্টি দল একেবারে রকেট, আর শ্রীলঙ্কা মাল্টি-ন্যাশন টুর্নামেন্টে কখনো পিছপা হয় না। ওরা সবসময় পথ বের করে নেয়। তাই আমি মনে করি, বাংলাদেশ গ্রুপ থেকে সরাসরি সুপার ফোরে উঠতে পারবে না।’
বাংলাদেশের শক্তি অবশ্যই পেস বোলিং। আকাশ চোপড়া বিশেষভাবে প্রশংসা করেছেন তাসকিন আহমেদ, তানজিম ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে, ‘তাসকিন এখনও ১৪০ কিমি গতিতে বল করে, মুস্তাফিজ নতুন-পুরোনো দুই ধরনের বল ব্যবহার করতে পারে। ফলে বাংলাদেশের ফাস্ট বোলিং এখন অনেক শক্তিশালী।’
তবে দুর্বলতাও কম নয়। চোপড়ার মতে, দলের স্পিন বোলিং অভিজ্ঞতার অভাবে বড় ম্যাচে কার্যকরী হতে নাও পারে। এছাড়া লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি বলেন, ‘লিটন একজন মানসম্পন্ন ব্যাটার, কিন্তু বড় মুহূর্তে দলের চাপ তাকে ভেঙে দিতে পারে। স্পিনাররা অভিজ্ঞ নয়, এটাই বড় সমস্যা।’
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ আয়োজিত হবে আবুধাবিতে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post