দ্বিপাক্ষিক সিরিজের ধকল সামলে কয়েকদিনের বিরতিতে কাটিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বিশ্রাম শেষে আবারও ব্যাট-প্যাড হাতে মাঠে ফেরার সময় হয়েছে। সামনে এশিয়া কাপ-এই বড় আসরকে সামনে রেখে আজ বুধবার থেকে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প।
সকাল ৮টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করেন লিটন দাসরা। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই অনুশীলন পর্ব। ক্যাম্পের শুরুতে দলকে পরিচালনা করবেন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার নাথান কেলি। এরপর কয়েকদিন বিরতি শেষে ২০ আগস্ট থেকে সিলেটে হবে দ্বিতীয় ধাপের ক্যাম্প।
তবে শুধু এশিয়া কাপই নয়, বড় মঞ্চে যাওয়ার আগে টাইগাররা খেলবে আরও একটি আন্তর্জাতিক সিরিজ। ৩০ আগস্ট থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর। সফরকারী ডাচরা বাংলাদেশে পা রাখবে ২৬ আগস্ট।
এই সিরিজ আয়োজনের মূল পেছনে ছিল কিছু সিনিয়র ক্রিকেটারের আগ্রহ। তাসকিন আহমেদ ও লিটন দাসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা চেয়েছিলেন আরেকটি সিরিজ খেলে এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে। বিসিবিও তাদের সেই অনুরোধকে গুরুত্ব দিয়ে এগিয়েছে প্রস্তুতির পরিকল্পনা।
এদিকে, এশিয়া কাপের জন্য বিসিবি একটি দীর্ঘ প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে। লিটন দাসের নেতৃত্বে দলটি তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে সাজানো। স্কোয়াডে রয়েছেন-তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানসহ মোট ২৫ জন ক্রিকেটার।
এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান।
Discussion about this post