যেন বালির বাঁধ! একটুতেই সবশেষ! ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসেই ব্যাটসম্যানরা সুপার ফ্লপ! বেশির ভাগ ব্যাটসম্যানই উইকেটে আসলেন আর গেলেন! শূন্য রানে ৬ ব্যাটসম্যান আউট। ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে এমনই দৃশ্যপটে মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে রক্ষা পায় দল। কিন্তু উইন্ডিজের সঙ্গে এক সাকিব আল হাসান ছাড়া কেউ কিছু করতে পারলেন না। উইকেটে আসা-যাওয়ার দায়টুকু সারলেন।
সাকিব হাফ সেঞ্চুরিতে টেনে নিলেন দলকে। তিনি একা ৫১। দল ১০৩ রানে অলআউট। এমন ব্যর্থতার পর কিছুটা হতাশাই ঝরল সাকিবের কণ্ঠে। তৃতীয় মেয়াদে অধিনায়ক হয়ে প্রথম দিনই ফ্লপ! কেন এভাবে ব্যর্থ ব্যাটসম্যানরা? অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে সাকিব বলছিলেন, ‘দেখুন, ব্যাখ্যা করার কোনো উপায় দেখি না। আসলে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। জানি না অন্য কারও কাছে আছে কি না, আমার কাছে ব্যাখ্যা নেই।’
একইসঙ্গে সতীর্থ ব্যাটসম্যানদের এমন আসা যাওয়ায় হতাশ সাকিব আরও বলেন, ‘কোচ ও অধিনায়কের কাজ এখানে সহজ, যদি কোনো ব্যাটসম্যান পারফর্ম না করে তাহলে তাকে বাদ দিয়ে দিলাম। এটা কোচ ও অধিনায়কের জন্য সবচেয়ে সহজ কাজ। তাই এখানে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, তাদের কাজটা তাদের করতে হবে। ব্যাটসম্যানদের কেউ মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না।’
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সকালেই সর্বনাশ। যা একটু লড়াই করেন সাকিব। তার ব্যাটে ৫১। এছাড়া তামিম ইকবাল (২৯) ও লিটন দাস (১২) কিছুটা সময় ছিলেন উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২.৫ ওভারে ১০৩/১০ (তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, সোহান ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, ইবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মেয়ার্স ৫-২-১০-২, মোটি ১-০-১-০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৮ ওভারে ৯৫/২ (ব্র্যাথওয়েট ৪২*, ক্যাম্ববেল ২৪, রিফার ১১, বনার ১২*; মুস্তাফিজ ১২-৬-১০-১, খালেদ ৯-৪-১৫-০, ইবাদত ১২-৪-১৮-১, সাকিব ৮-২-২০-০, মিরাজ ৭-১-২৮-০)
#অ্যান্টিগা টেস্ট, ১ম দিন শেষে
Discussion about this post