শেষ গ্রুপ পর্বের লড়াই। মঙ্গলবার শেষ দ্বিতীয় রাউন্ডের লড়াইও। ৫৬ ম্যাচের লড়াই শেষ। ব্রাজিল বিশ্বকাপে আর বাকী মাত্র ৮ ম্যাচ। ৩২ দেশের লড়াইয়ে এখন টিকে আছে মাত্র ৮ দেশ। এবার শুরু কোয়ার্টার ফাইনাল। শেষদিনে মঙ্গলবার শেষ আটের টিকিট পেল আর্জেন্টিনা এবং বেলজিয়াম।
ফের লিওনেল মেসি ম্যাজিকে জিতল ১৯৮৬ সালের চ্যাম্পিয়নরা। তারা অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ১-০’তে হারাল সুইজারল্যান্ডকে। তবে সেরা তারকা মেসিই। ব্রাজিল বিশ্বকাপে টানা চতুর্থবারের মতো ম্যাচসেরা হলেন এই প্লেমেকার।
দিনের আরেক ম্যাচে যুক্তরাস্ট্রকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। সেমিফাইনালে উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
৪ ও ৫ জুলাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল লড়াই। এবার চলুন দেখে নেই কোয়ার্টার ফাইনালে কে কাকে পাচ্ছে-
কোয়ার্টার-ফাইনাল-
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
৪ জুলাই শুক্রবার | রাত ১০টা | ফ্রান্স : জার্মানি |
রিও ডি জেনিরো |
৪ জুলাই শুক্রবার | রাত ২টা | ব্রাজিল : কলম্বিয়া |
ফোর্তেলেজা |
৫ জুলাই শনিবার | রাত ১০টা | আর্জেন্টিনা : বেলজিয়াম | ব্রাসিলিয়া |
৫ জুলাই শনিবার | রাত ২টা | নেদারল্যান্ডস-কোস্টারিকা | সালভাদর |
Discussion about this post