বিশ্ব একাদশ অারেকটু গ্ল্যামার হারাল। সাকিব আল হাসানের পর এবার সরে দাঁড়ালেন শহীদ আফ্রিদি। ইনজুরির কারণে বিশ্ব একাদশের হয়ে চ্যারেটি ম্যাচটিতে খেলতে পারছেন না পাকিস্তানি এই অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে ৩১ মে অনুষ্ঠিত হবে বিশ্ব একাদশের চ্যারেটি টি-টুয়েন্টি ম্যাচ। গত বছর হ্যারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়ামগুলোর সংস্কার কাজে অর্থ সংগ্রহ করতেই এ প্রদর্শনী ম্যাচটি হবে।
এই ম্যাচে খেলার কথা ছিল আফ্রিদির। কিন্তু হাটুর ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় নিজেকে সরিয়ে নিলেন তিনি। ডাক্তারের সঙ্গে কথা কলে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। টুইটারে আফ্রিদি লিখেন, ‘দুবাইতে আমার ডাক্তারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আমার হাটু এখনো পুরোপুরি সেরে উঠেনি। আরো ৩-৪ সপ্তাহ সময় লাগবে। আশা করছি এরপর পুরোপুরি ফিটনেসে ফিরতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন।’
এর আগে সাকিব সরে দাঁড়ান ব্যাক্তিগত কারণে। লম্বা সূচির কারণে এই সময়টাতে বিশ্রামই যৌক্তিক মনে করেছেন তিনি। এ অবস্থায় তার পরিবর্তে নেপালি লেগস্পিনার সন্দ্বিপ লামিচানেকে নেয়া হয়েছে একাদশে।
বিশ্ব একাদশে রয়েছেন- ইয়ন মরগ্যান, তামিম ইকবাল, মিচেল ম্যাকক্লেনাঘান, হার্দিক পান্ডিয়া, থিসারা পেসারা, রশিদ খান, লুক রঙ্কি, শোয়েব মালিক আর সন্দ্বিপ লামিচানে।
Discussion about this post