ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে গত রোববার। এবার মাঠের লড়াই। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট-বলের লড়াই শুরু বুধবার। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি সিলেট থান্ডার্সের। সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।
বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটের বিপক্ষে চট্টগ্রাম পাচ্ছে না অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ক্রিস গেইলও থাকছেন না। তবে দলে আছেন- ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দোর মতো ক্রিকেটার।
সিলেটও প্রস্তুত। তাদের দলে আছেন- মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, শেরফেইন রাদারফোর্ড, শাফিকউল্লাহ শাফাক, নাভিন-উল হক, জনসন চার্লস ও জীবন মেন্ডিস।
এই লড়াইয়ের আগে অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘প্রথম থেকেই সবাই জানি এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। অধিনায়ক হিসেবে মনে করি আমাদের দলের জন্যও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা জেতার জন্যই মাঠে নামব। জেতার চ্যালেঞ্জই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিপিএল একটা বড় টুর্নামেন্ট। এখানে যারা খেলে সবাই অভিজ্ঞ, নিজের ভূমিকা সম্পর্কে সবাই জানে। সবাই সবার দায়িত্বটা বুঝে নিলে আমার জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে।’
রংপুর খেলবে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর নেতৃত্বে। সংবাদ সম্মেলনে তার দায়িত্ব বুঝিয়ে দেন দলটির কর্ণধাররা। তার দলে আছেন মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বী, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, শাই হোপ, লুইস গ্রেগরি ও ক্যামেরন ডেলফোর্টরা।
রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবী জানালেন, ‘তাসকিন-মোস্তাফিজকে একসঙ্গে পাওয়া আমাদের বোলিং সাইডের জন্য একটি ভালো সুবিধা। ওরা থাকায় আমাদের দল ভালো বোলিং শক্তি নিয়ে খেলতে পারবে। জুনাইদ খান সেও খুব ভালো। এটা একটা শক্তিশালি বোলিং সাইড। আমি কিছু রান বোর্ডে তুলতে চেষ্টা করব। এর সঙ্গে বোলিংটা ভালো করতে চেষ্টা করব। তাহলে আমরা ফলও পাবে।’
প্রথমবারের মতো বিসিবি তত্ত্বাবধানে নতুনভাবে এবার হবে বিপিএল। মাঠের লড়াই জমবে কীনা সেটা সময়ই বলে দেবে।
Discussion about this post