ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রাউন্ড রবিন লিগের লড়াই শেষ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসল লড়াই। দুই দলের জন্য জিতলেই সরাসরি ফাইনাল। হারলেও ছিটকে যাবে না। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের পাচ্ছে এমন সুযোগ। আর অন্য দুই দল হারলেই বিদায়। জিতলেও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করতে আরেকটি ম্যাচ খেলতে হবে টেবিলের তৃতীয় ও চতুর্থ দলের। এমন সমীকরণ সামনে রেখেই সোমবার শুরু বিপিএলের সেরা চারের লড়াই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচ এলিমেনেটর। হারলেই বিদায়, জিতলেও ফাইনাল নিশ্চিত নয় যেখানে লড়বে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস।
সোমবারের পরের ম্যাচ কোয়ালিফায়ার। যেখানে জিতলেই ফাইনাল, হারলেও সুযোগ থাকবে এমন ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল আর এলিমেনেটরের বিজয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।
এবারের বিপিএলে ১২টি করে ম্যাচ খেলে ৮ জয়ে শীর্ষে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। রান রেটে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে মাশরাফি বিন মর্তুজার দল। ৭টি জয় নিয়ে এরপরই চিটাগং ভাইকিংস। ৬টি করে জয় তুলে নেয়া ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যে রান রেটের দিক থেকে এগিয়ে থাকায় ঢাকা পেয়েছে প্লে-অফের টিকিট।
সোমবার থেকে বিপিএলের শেষ চারের প্রতিটি ম্যাচই হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। এখানে রান তোলা দুরহ ব্যাপার। উইকেটের চরিত্র বুঝতে পারছেন না ব্যাটসম্যানরা। চার-ছক্কার ফুলঝুরি নেই। অথচ চট্টগ্রাম পর্বে রান বন্যা দেখেছেন দর্শকরা।
প্লে-অফের সূচি-
এলিমিনেটর- ৪ ফেব্রুয়ারি (সোমবার)
ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দুপুর দেড়টা
প্রথম কোয়ালিফায়ার- ৪ ফেব্রুয়ারি
রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা
দ্বিতীয় কোয়ালিফায়ার- ৬ ফেব্রুয়ারি
এলিমিনেটর ম্যাচের জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাড়ে ছয়টা
ফাইনাল- ৮ ফেব্রুয়ারি
প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা সাতটা
Discussion about this post