সময় এখন সালমা খাতুনের। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে সাফল্যের পথ ধরে মিলছে একের পর এক স্বীকৃতি। এইতো সোমবার জায়গা করে নিয়েছিলেন টি-টুয়েন্টি বিশ্বকাপের বিশ্ব একাদশে।
এবার আইসিসির মেয়েদের টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন বাংলাদেশের অধিনায়ক সালমা। টুর্নামেন্টে ব্যাটে-বলে পারফরম্যান্স দিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে আসা সালমার পয়েন্ট ৬৫০। ৬৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাবোধানি।
বাংলাদেশে ৬ মার্চ শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে সালমা নিয়েছেন ৮টি উইকেট। ৫ ম্যাচে রান করেছেন ৬৮ রান।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে বাংলাদেশ হয়েছে নবম। শ্রীলঙ্কার পাশাপাশি দেশের মেয়েরা হারিয়েছে আয়ারল্যান্ডকে।
Discussion about this post