ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা পর্ব শেষে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর গেল সিলেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পর সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ঢাকায় তেমন উন্মাদনা ছড়ায়নি এখনো। তবে চায়ের শহরে সিলেটপ্রেমের কমতি নেই। বিপিএলের দ্বিতীয় পর্বে প্রথম দিনই দুটি ম্যাচ।
প্রথম ম্যাচে দুপুর দেড়টায়। মুখোমুখি হবে রাজশাহী কিংস ও খুলনা টাইটানস। পরের ম্যাচে সন্ধ্যা সাতটায় খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স।
ঢাকা পর্বে চার-ছক্কার সেই বাহারি ক্রিকেটের তেমন একটা দেখা মিলেনি। কিন্তু সিলেটে রান বন্যার অপেক্ষায় ব্যাটসম্যানরা। বলা হচ্ছে এখানে রান মিলবে। লাল মাটির উইকেট তুলনামূলক দ্রুত গতির। বাউন্সটা শেরে বাংলার কালো মাটির পিচের চেয়ে বেশী থাকে। সেই ধারা অব্যাহত থাকলে হয়ত বিপিএলের সিলেট পর্ব জমে উঠবে। রান উৎসবে মেতে উঠবেন ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটও জ্বলে উঠবে।
এবারের বিপিএল এ পর্যন্ত সবচেয়ে বেশি রান রংপুর রাইডার্সের রাইলি রুশো। করেন ২৩০ রান। এরপরই ১৬৫ রান নিয়ে খুলনা টাইটানসের নিকলস পুরান। তিনে ১৪০ রান নিয়ে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের হযরতউল্লাহ জাজাই। ১৩৯ রান নিয়ে চারে রয়েছেন মুশফিকুর রহীম। এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে জুনায়েদ সিদ্দিকি ১০৪ রান নিয়ে রয়েছেন পাঁচে। মোহাম্মদ মিথুন করেছেন ৯৮ ও মেহেদি হাসান মিরাজ করেছেন ৮২ রান।
এবারের বিপিএলে এ পর্যন্ত সেরা বোলার মাশরাফি বিন মর্তুজা। রংপুর রাইডার্সের এ অধিনায়ক নিয়েছেন ৫ ম্যাচে ১০ উইকেট। রবি ফ্রাইলিঙ্ক ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে। সমান সংখ্যক উইকেট নিয়ে তিনে শফিউল ইসলাম।
সেরা ১০ ব্যাটসম্যান
খেলোয়াড় | ম্যাচ | রান | সর্বোচ্চ | ৫০ | ৪ | ৬ |
রাইলি রুশো | ৫ | ২৩০ | ৮৩ | ২ | ২০ | ৭ |
নিকোলাস পুরান | ৩ | ১৬৫ | ৭২ | ২ | ৯ | ১৪ |
হজরউল্লাহ জাজাই | ৪ | ১৪০ | ৭৮ | ২ | ৮ | ১২ |
মুশফিকুর রহিম | ৪ | ১৩৯ | ৭৫ | ১ | ১০ | ৬ |
জুনায়েদ সিদ্দিকি | ৪ | ১০৭ | ৩৩ | ০ | ১০ | ৫ |
রনি তালুকদার | ৪ | ১০৪ | ৫৮ | ১ | ১০ | ৬ |
মোহাম্মদ মিথুন | ৫ | ৯৮ | ৪৯ | ০ | ৪ | ৪ |
পল স্টারলিং | ৪ | ৯৬ | ৬১ | ১ | ১১ | ৩ |
কায়রন পোলার্ড | ৪ | ৯৫ | ৬২ | ১ | ৭ | ৬ |
সুনীল নারাইন | ৪ | ৯০ | ৩৮ | ০ | ৯ | ৬ |
সেরা ১০ বোলার
খেলোয়াড় | ম্যাচ | রান | উই. | সেরা | ইকো. | ৪ |
মাশরাফি মুর্তজা | ৫ | ১১৪ | ১০ | ৪/১১ | ৫.৭০ | ১ |
রবি ফ্রাইলিংক | ৪ | ১২১ | ৯ | ৪/১৪ | ৭.৫৬ | ১ |
শফিউল ইসলাম | ৫ | ১২৫ | ৯ | ৩/৩৫ | ৭.৭৩ | ০ |
মোহাম্মদ সাইফউদ্দিন | ৪ | ৮৬ | ৭ | ৩/৪৫ | ৭.৮১ | ০ |
তাসকিন আহমেদ | ৩ | ৯৭ | ৭ | ৪/২৮ | ৮.০৮ | ১ |
সাকিব আল হাসান | ৪ | ৯৮ | ৭ | ৩/১৮ | ৭.৫৩ | ০ |
রুবেল হোসেন | ৪ | ৭৭ | ৬ | ৩/৭ | ৭.০০ | ০ |
ফরহাদ রেজা | ৫ | ৯৮ | ৬ | ২/১৭ | ৭.৫৩ | ০ |
খালেদ আহমেদ | ৪ | ১১০ | ৬ | ৩/৩৪ | ৭.৩৩ | ০ |
আল ইসলাম | ২ | ৪০ | ৫ | ৪/২৬ | ৫.০০ | ১ |
Discussion about this post