ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় ব্যাট-বল হাতে পুরো বিশ্ব মাতিয়েছেন হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজনরা। তাদের হাত ধরেই এ দেশের ক্রিকেট এগিয়ে গেছে। এবার সেই তারাই এবার মাতবেন ফুটবলে। আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) শেফ’স টেবল কোর্টসাইড প্লেগ্রাাউন্ডে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সেরা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমনরা। এই খেলা সরাসরি দেখা যাবে আয়োজক ক্রিকবলের ফেসবুক পেইজে।
সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘আমাদের ক্রিকেটারদের ফুটবল খেলা শুরু হচ্ছে, ক্রিকবল। আপনারা সবাই আসবেন এবং ব্যতিক্রমধর্মী এই টুর্নামেন্টটা উপভোগ করবেন। ৩১ অক্টোবর বিকেল চারটার সময়।’
আকরাম খান বলেছেন, ‘আমি খুবেই উচ্ছ্বসিত, ফুটবল খেলার সুযোগ পাচ্ছি অনেকদিন পর।’
এদিকে হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘আমরা সবাই যাচ্ছি ক্রিকবল টুর্নামেন্টে অংশ নিতে। সবাই খেলবো। উপভোগ করবো। আসুন আমাদের সঙ্গে অংশ নিন। আশা করি একটা খুব ভালো দিন কাটবে আমাদের সবার।’
ফুটবল খেলবেন তাই বেশ উচ্ছ্বসিত খালেদ মাহমুদ সুজনও, ‘করোনার কারণে অনেকদিন আমরা দূরে দূরে ছিলাম। তবে অনেকদিন পর আমরা একত্রিত হতে যাচ্ছি। শনিবার ক্রিকবলে খেলবো। চারটা দলে সব ক্রিকেটাররা খেলবে। আশা করছি মজা হবে।’
Discussion about this post