বিতর্কিত কান্ডের জন্ম দিতে তার জুড়ি মেলা ভার! প্রায়ই বিতর্কিত সব কাণ্ড ঘটিয়ে সমালোচিত হন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। এবার তিনি লাথি মেরে বসলেন সেলিব্রেটি জেন্তে ম্যাগাজিনের এক সাংবাদিককে! ম্যারাডোনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগপত্রও দাখিল করেছেন ওই সাংবাদিক। ঘটনাটা ঘটে গত রোববার রাতে। ছবি তুলতে ম্যারাডোনার বাবার বাড়ির সামনে অপেক্ষা করছিলেন এনরিক মেদিনা নামের ওই ফটোগ্রাফার। তাকে দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ম্যারাডোনা। ফ্রি-কিক নেওয়ার মতো করে তার দিকে তেড়ে আসেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবং এসেই কুঁচকিতে জোরে লাথি মেরে বসেন। লাথিটা এত জোরালো ছিল যে, পুরো কুঁচকিতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এনরিক। বলেন, ‘এটা কোনো সাধারণ লোকের লাথি ছিল না। এমন একজন যে কি না লাথি মেরে অভ্যস্ত। তাকে অনেক রাগী দেখাচ্ছিল। মানসিকভাবে বিধ্বস্ত ছিল ম্যারাডোনা। মনে হচ্ছিল তার বাবার বাড়িতে কিছু একটা ঘটেছিল।’
১৯৯৪ সালে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়ে দুই বছরের জন্য ফুটবলে নিষিদ্ধও হয়েছিলেন ম্যারাডোনা।
Discussion about this post