বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সময়টা বেশ ভাল কাটছে। দুর্দান্ত বিশ্বকাপ মিশন, পাকিস্তানকে বাংলাওয়াশ এরপর সাফল্য মিলল ভারতের বিপক্ষেও। ঠিক এমন সময় টাইগারররা পাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। এবার নতুন এক যুদ্ধ। যার শুরু ৫ জুলাই!
এরইমধ্যে ঢাকা চলে এসেছে প্রোটিয়ারা। মঙ্গলবার রাজধানীতে পা রাখেন দলটির ক্রিকেটাররা।
৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই।
তার আগে চলুন দেখে নেই পুরো সিরিজের সুচী!
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
৫ জুলাই | দুপুর ১টা | প্রথম টি-টুয়েন্টি | মিরপুর |
৭ জুলাই | দুপুর ১টা | দ্বিতীয় টি-টুয়েন্টি | মিরপুর |
১০ জুলাই | দুপুর ১২টা | প্রথম ওয়ানডে | মিরপুর |
১২ জুলাই | দুপুর ১২টা | দ্বিতীয় ওয়ানডে | মিরপুর |
১৫ জুলাই | দুপুর ১২টা | তৃতীয় ওয়ানডে | চট্টগ্রাম |
২১ জুলাই | সকাল সাড়ে ৯টা | প্রথম টেস্ট প্রথম দিন | চট্টগ্রাম |
২২ জুলাই | সকাল সাড়ে ৯টা | প্রথম টেস্ট দ্বিতীয় দিন | চট্টগ্রাম |
২৩ জুলাই | সকাল সাড়ে ৯টা | প্রথম টেস্ট তৃতীয় দিন | চট্টগ্রাম |
২৪ জুলাই | সকাল সাড়ে ৯টা | প্রথম টেস্ট চতুর্থ দিন | চট্টগ্রাম |
২৫ জুলাই | সকাল সাড়ে ৯টা | প্রথম টেস্ট পঞ্চম দিন | চট্টগ্রাম |
৩০ জুলাই | সকাল সাড়ে ৯টা | দ্বিতীয় টেস্ট প্রথম দিন | মিরপুর |
৩১ জুলাই | সকাল সাড়ে ৯টা | দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন | মিরপুর |
১ আগষ্ট | সকাল সাড়ে ৯টা | দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন | মিরপুর |
২ আগষ্ট | সকাল সাড়ে ৯টা | দ্বিতীয় টেস্ট চতুর্থ দিন | মিরপুর |
৩ আগষ্ট | সকাল সাড়ে ৯টা | দ্বিতীয় টেস্ট পঞ্চম দিন | মিরপুর |
Discussion about this post