ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে স্পিন ফাঁদ পেতেছিল বাংলাদেশ। আর সেই লড়াইয়ে সফলতাও মিলেছে। চট্টগ্রামে ছিলেন শুধু মুস্তাফিজুর রহমান। আর ঢাকায় পেসার বিহীন ছিল দল। তারপরও দুটো টেস্ট ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার শুরু ওয়ানডে মিশন।
দুপুর একটায় ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের মাঠে নামবে টাইগাররা। খেলাটি সরাসরি দেখাবে বিটিভি ও গাজী টিভি।
৫০ ওভারের ক্রিকেটে এবার বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট আস্থা রাখছে তিন পেসারে। সংবাদ সম্মেলনে রোববার এমন তথ্য দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি বলেন, ‘আমাদের পেস বোলাররা ভাল ব্যাকআপ করছে। আপনি যদি ২০১৫ থেকে দেখেন, আমরা একটা ছন্দে খেলছি। তিনজন পেস বোলার সব সময় খেলিয়েছি। এমনকি কখনো চারজন খেলানো হচ্ছে। কাজেই টেস্ট ম্যাচের উপর নির্ভর করে আপনি কোন সিদ্ধান্তে আসতে পারবেন না। আপনি বরাবরের মতই তিনজন পেস বোলার খেলাব। এবং খেলাতে চাই এটা নিশ্চিত। তিনজন ফাস্ট বোলার নিয়ে এমনকি ফ্ল্যাট উইকেটেও আমরা খেলেছি। ভালো করেছি।’
ম্যাচে সন্ধ্যার দিকে থাকতে পারে শিশিরের প্রভাব। এজন্য স্পিনারদের ওপর আস্থা রাখতে পারছে না দল। মাশরাফি বলেন, ‘শিশির কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আসলে দিন রাতের খেলায় এই সময়ে শিশিরের প্রভাব খুব খুব গুরুত্বপূর্ণ। স্পিনাররা আসলে কতটুকু সাহায্য পাবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই লড়াই শুরু করবে বাংলাদেশ। চলতি বছর ক্যারিবীয়দের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এবার দেশের মাটিতে বাড়তি সুবিধা নিয়েই নামছে মাশরাফির দল।
Discussion about this post