প্রথম ম্যাচে জয়। পরের ম্যাচেই পথ হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটাররা ব্যর্থ। অল্প রানেই শেষ বাংলাদেশের ইনিংস। এরপর অনায়াজ জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কার মেয়েরা। বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৭ উইকেটে জিতল স্বাগতিকরা।
১০১ রানের টার্গেেটে নেমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পা রাখে লঙ্কান মেয়েরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ফিরল সমতা ফেরাল তারা। প্রথম ম্যাচে রান তাড়ার রেকর্ড গড়ে ৬ উইকেটে জয় তুলেছিল বাংলাদেশ। শুক্রবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে নামবে দুই দল।
এদিন টস হেরে ব্যাটিংয়ে দুই ওপেনার শামিমা সুলতানা ও রুবাইয়া হায়দার লড়ছিলেন। রুবাইয়া ১৭ বলে ১৬ রান করেন। এরপর সোবহানা মুস্তারিকে নিয়ে দলীয় হাফসেঞ্চুরি পূর্ণ করেন শামিমা। ৩ চারে ১৮ বলে ২৩ রান তিনি। ১৮ রান করেন সোবহানা। এক পর্যায়ে ১৫ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১৮.৩ ওভারে ১০০ (শামিমা ১৮, রুবাইয়া ১৬, সোবহানা ১৮, নিগার ৭, মুর্শিদা ১৪, রিতু ৫, সুলতানা ৪, নাহিদা ০, ফাহিমা ৬*, রাবেয়া ০, ফারিহা ১; উদেশিকা ৩-০-২১-২, ওশাদি ৩-০-২৬-১, সুগন্ধিকা ৪-০-১৪-২, কায়া ২-০-১৪-১, ইনোকা ৩.৩-০-৯-২, কাভিশা ৩-০-১৩-২)
শ্রীলঙ্কা: ১৮.৩ ওভারে ১০১/৩ (আতাপাত্তু ৩৩, বিশ্মি ১২, হার্শিথা ২৯, নিলাকশি ৪, কাভিশা ২০; ফারিহা ২.৩-০-২৩-০, সুলতানা ৪-০-২৪-০, রাবেয়া ৪-০-১১-১, নাহিদা ৪-০-২৬-০, ফাহিমা ৪-০-১৬-২)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা
Discussion about this post