ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফর দুঃস্বপ্নের হারেই শুরু হয়েছে বাংলাদেশের। তবে হাল ছাড়ছেন না দলের ক্রিকেটাররা। শনিবার ভোরে ফের কিউইদের সঙ্গে লড়াই। এই ম্যাচে হারলে ওয়ানডে সিরিজ জয়ের লড়াই থেকে ছিটকে যাবে টাইগাররা। সিরিজে টিকে থাকতে জয় চাই মাশরাফি বিন মর্তুজাদের। বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে নামছে সফরকারীরা।
নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডে মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ সাইফউদ্দিন ছাড়া কোন ব্যাটসম্যান ব্যাট হাতে সাফল্য পাননি।দল অলআউট হয় ২৩২ রানে। এরপর মার্টিন গাপটিলের অপরাজিত শতরানে ৮ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে যায় কিউইরা।
প্রথম ওয়ানডের হাফসেঞ্চুরিয়ান মোহাম্মদ মিথুন বলছিলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটিং যতক্ষণ করেছি কখনই সহজ মনে হয়নি। এমন বোলিং আক্রমণের বিপক্ষে যদি বলি যে সহজে খেলেছি তাহলে মিথ্যে বলা হবে। এখানে রান করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।’
নিউজিল্যান্ডের পেসারদের সামাল দেওয়া সহজ নয়। ৬২ রানের ইনিংস খেলা মিথুন জানাচ্ছিলেন, ‘আমরা তো এমন গতিতে খেলে অভ্যস্ত না। ওদের প্রায় সব বোলার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বোলিং করে। আমরা বাংলাদেশের কন্ডিশনে নিয়মিত ১৩০ কিলোমিটারের গতির বল খেলে থাকি। ওখান থেকে ১৪০-১৫০ কিলোমিটার গতির বল খেলতে গেলে সমস্যায় পড়া স্বাভাবিক।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে এ পর্যন্ত ১২ ওয়ানডেতে লড়েছে বাংলাদেশ। হেরেছে প্রতিটিতেই। আর বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৩৩টি ওয়ানডে। টাইগাররা জিতেছে ৯টিতে। কিউইরা জিতে ২৩টিতে। পরিত্যক্ত ১টি ম্যাচ।
Discussion about this post