‘আমি চাকার নই’-এই সত্যটা এখন প্রমাণ করার পালা সোহাগ গাজীর। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট না খেলেই দেশে ফিরছেন চাকিংয়ের দায়ে অভিযুক্ত বাংলাদেশ দলের অফস্পিনার সোহাগ গাজী।
চার ক্রিকেটার-মাশরাফি মুর্তজা, তাসকিন আহমেদ, আবদুর রাজ্জাক এবং মোহাম্মদ মিথুনের সঙ্গেই দেশে ফিরবেন সোহাগ। এরপরই শুরু হবে তার কার্ডিফ মিশন। আবেদন করবেন যুক্তরাজ্যের ভিসার। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাকে কার্ডিফে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।
বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পরই দেশে ফিরবেন সোহাগ। কিন্তু ইংল্যান্ডের ভিসা পেতে বেশ দেরি হতে পারে-এ কারনে আগেভাগে আসছেন তিনি।
এদিকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ৫ সেপ্টেম্বর শুরু কিংসটাউনে। তার আগে শনিবার থেকে শুরু হচ্ছে প্রস্তুতি ম্যাচ।
Discussion about this post