এবার শুরু হচ্ছে টি-টুয়েন্টি চ্যালেঞ্জ সিরিজ। আগামী ১০, ১২ ও ১৪ ডিসেম্বর হবে এই টুর্নামেন্টের তিনটি ম্যাচ। যেখানে খেলবে জাতীয় দল ও ‘এ’ দল। ১০ ও ১২ ডিসেম্বরের ম্যাচ দুটি হবে দিবা-রাত্রির। খেলা শুরু বিকেল ৫টায়। শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
টি-টুয়েন্টিতে জাতীয় দলের ক্রিকেটারদের নৈপুন্যটা কেমন সেটা দেখতেই এই আয়োজন।
এই টুর্নামেন্টের জন্য দলও ঘোষণা করা হল মঙ্গলবার। ওপেনার তামিম ইকবাল ছাড়া সর্বশেষ জাতীয় দলের সবাইকে রয়েছেন দলে। জাতীয় দলের বড় অংশ আছেন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন মূল দলে। অলরাউন্ডার নাসির হোসেন ‘এ’ দলের অধিনায়ক। তার সঙ্গে জহুরুল ইসলাম অমিকেও রাখা হয়েছে।
এবারের প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্স দেখানোর নগদ পুরস্কার হিসেবে মূল্যায়িত হয়েছেন ইমরুল কায়েস, ফরহাদ রেজা, আরাফাত সানি, সাব্বির রহমান রুম্মন, মুকতার আলী ও আল আমিন। তারা সবাই রয়েছেন ‘এ’ দলে।
জাতীয় দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক বিজয়, শামসুর রহমান শুভ, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি মুর্তজা, জিয়াউর রহমান, রুবেল হোসেন এবং আল আমিন।
‘এ’ দল : নাসির হোসেন (অধিনায়ক), জহুরুল ইসলাম, মো. মিঠুন, ইমরুল কায়েস, মমিনুল হক, মার্শাল আইয়ুব, সাব্বির রহমান, নাজমুল হোসেন, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইলিয়াস সানি, মুকতার আলী ও আলাউদ্দীন বাবু।
Discussion about this post