ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোপা রহস্য হয়েই থাকল। সোনার হরিণ হয়েই থাকল ট্রফি। আবারো তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। আক্ষেপ সঙ্গী করেই ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। শেষ বলে এসে হেরে গেল মাশরাফি বিন মর্তুজার দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রুদ্ধশ্বাস ছড়ানো ফাইনালে ৩ উইকেটে জিতেছে ভারত।
শেষ ১২ বলে ভারতের প্রয়োজন ছিল ৯। হাতে ৪ উইকেট। ৪৯তম ওভারে ভুবনেশ্বর কুমারকে (২১) ফেরান মুস্তাফিজ। আর দেন মাত্র ৩ রান। ম্যাচের শেষ ওভারে জিততে ভারতের দরকার ছিল ৬ রান। বাংলাদেশ প্রতিপক্ষকে প্রায় আটকেই দিয়েছিল। দুর্দান্ত বল করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু শেষ বলে এসে সর্বনাশ। প্রথম তিন বল থেকে ৪ রান তুলেন ভারতের দুই ব্যাটসম্যান। পরের দুই বলে ১। আর শেষ বলে ওদের চাই ১ রান। আশা জাগিয়েও হল না।
ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দল ৪৮.৩ ওভারে অলআউট হয়ে তুলে ২২২ রান। আর শেষ বলে এসে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
বাংলাদেশ দল শুরুতেই চমক নিয়ে মাঠে নামে। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দু’জন দুর্দান্ত সূচনা এনে দেন। ভারতের বিপক্ষে ফাইনালের মতো বড় মঞ্চে তুলেন প্রথম ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। এই ইনিংসটিকেই শতরান বানিয়ে ফেলেন তিনি। ৩৩ বলে ৬ চার ও ২ ছক্কায় পঞ্চাশ। তারপর ৮৭ বলে করেন ১০০।
লিটন-মেহেদী জুটি মিলে করেন ১২০ রান। এটি ২০১৬ সালের পর ওয়ানডেতে টাইগারদের প্রথম শতরানের জুটি। এবারের এশিয়া কাপে বাংলাদেশের আগের উদ্বোধনী জুটিগুলো ছিল ১, ১৫, ১৫, ১৬, ৫ রানের!
ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। তারা ২০.৫ ওভারে দলীয় স্কোর বোর্ডে যোগ করেন ১২০ রান। ৫৯ বলে ৩ চারে ৩২ রানে থামেন মিরাজ। এর কিছুক্ষণ পরই চেহালের বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়ে ফিরে যান ইমরুল কায়েস।
১২১ রান করে সাজঘরে ফিরেন লিটন। তবে তার আউটটি নিয়ে বিতর্ক ছড়িয়েছে। থার্ড আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরে যান তিনি। রিপ্লেতে মনে হয়েছে বেনিফিট পেতে পারতেন লিটন। ভারতের কুলদীপ যাদব ১০ ওভারে ৪৫ রানে নেন ৩ উইকেট। কেদার যাদব নেন ৪১ রানে ২ উইকেট।
এরপর জবাব দিতে নেমে ভারতকে স্বস্তদি দেয় নি টাইগার বোলাররা। শুরু থেকে শেষ পর্যন্ত সেই স্বল্প পুঁজি নিয়ে লড়ে গেছে। এরমধ্যে রোহিত শর্মা করেন ৪৮ রান। দিনেশ কার্তিক ৩৭। মহেন্দ্র সিং ধোনি ৩৬ রানে ফিরলে সম্ভাবনা জেগে উঠে বাংলাদেশের। কিন্তু শেষ রক্ষা হয়নি। এবারো স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২২২ (লিটন ১২১, মিরাজ ৩২, ইমরুল ২, মুশফিক ৫, মিঠুন ২, মাহমুদউল্লাহ ৪, সৌম্য ৩৩, মাশরাফি ৭, নাজমুল ৭, মুস্তাফিজ ২*, রুবেল ০; ভুবনেশ্বর ০/৩৩, বুমরাহ ১/৩৯, চেহেল ১/৩১, কুলদীপ ৩/৪৫, জাদেজা ০/৩১, কেদার ২/৪১)
ভারত: ৫০ ওভারে ২২৩/৭ (রোহিত ৪৮, ধাওয়ান ১৫, রাইডু ২, কার্তিক ৩৭, ধোনি ৩৬, কেদার ২৩*, জাদেজা ২৩, ভুবনেশ্বর ২১, কুলদীপ ৫*; মিরাজ ০/২৭, মুস্তাফিজ ২/৩৮, নাজমুল ১/৫৬, মাশরাফি ১/৩৫, রুবেল ২/২৬, মাহমুদউল্লাহ ১/৩৩)
ফল: ভারত ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: লিটন কুমার দাস
সিরিজসেরা: শিখর ধাওয়ান।
Discussion about this post