জাতীয় দলের তারকা ক্রিকেটার তিনি। দেখতেও সুদর্শন। তাকে ঘিরে ভক্তদের আগ্রহটা বেশি থাকাটাই স্বাভাবিক। সেই তাসকিন আহমেদ এবার অংশ নিলেন নতুন এক বিজ্ঞাপনে।
গ্ল্যামারের সেই জগতে তিনি জুটি বেঁধেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়ার সঙ্গে। একটি বিজ্ঞাপনচিত্রের জন্য জুটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তাসকিন-পিয়া। এর আগে সাকিব আল হাসানের সঙ্গে পোলার আইসক্রিমের ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তামিম ইকবালের সঙ্গে কাজ করেছেন পিয়া।
এপেক্স ফুটওয়্যারের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দুই জগতের এই দুই তারকা। গত আগস্টে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এক বছরের জন্য এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তারা।
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে গত শুক্রবার শুটিংয়ে অভিনয় করলেন তাসকিন। ঢাকার এফডিসিতে সকাল থেকে শুরু হয় শুটিং। পেশাদার অভিনেতার মতোই সেখানে পারফরম করেন তিনি। যা ভক্তরা শিগগিরই টিভি পর্দায় দেখতে পাবেন।
জানা গেছে, আগামী এক বছর প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের প্রচারণা, ফটোশুট-ব্র্যান্ডিংয়ে অংশ নেবেন তাসকিন-পিয়া। এবারের বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা আদনান আল রাজীব।
Discussion about this post