ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দেশটির কড়া কোয়ারেন্টিন নিয়মের কারণে সফর স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগামী এপ্রিলে উল্টো ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে লঙ্কান ক্রিকেট দল। সোমবার ব্যাপারটি জানিয়েছেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
চলতি বছরের শুরু থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়েছে পড়েছে বাংলাদেশ। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলার সুযোগ কম টাইগারদের। তবে সূচি ঘেটে লঙ্কান ক্রিকেট বোর্ড জানতে পেরেছে এপ্রিলে ফাঁকা আছে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি। আর তাই দলটি এ সময় বাংলাদেশ সফরে এসে ওয়ানডে খেলবে।
সোমবার বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী শ্রীলঙ্কার বাংলাদেশ সফর নিয়ে গণমাধ্যমকে জানান, ‘বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পথে সুপার লিগের ম্যাচ হবে। এপ্রিলে লংকান দল আসছে। তিন ওয়ানডে খেলে দেশে ফিরে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেবেন তারা। কারণ মে মাসে বাংলাদেশ দল কলম্বো যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে।’
বর্তমানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজ সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। আগামী ৩ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে দলটি। এরআগে তিন ম্যাচের ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে তামিম ইকবালের দল।
Discussion about this post