লম্বা একটা বিরতি শেষে আবার মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)। ২০ ডিসেম্বর থেকে জাতীয় দলের তারকাদের রেখেই শুরু হবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ব্যাট-বলের লড়াই।
এর আগে মঙ্গলবার এনসিএলের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার আটটি দল প্রথম ও দ্বিতীয় স্তরে বিভক্ত হয়ে এবারের আসরে অংশ নিচ্ছে।
তিন রাউন্ড শেষে সর্বোচ্চ ২৩ পয়েন্ট নিয়ে প্রথম স্তরে শীর্ষে আছে বরিশাল বিভাগ। দ্বিতীয় স্তরে ৩৩ পয়েন্ট নিয়ে প্রথমে আছে রাজশাহী বিভাগ।
পরের তিন রাউন্ডের সূচি-
চতুর্থ রাউন্ড ১ম স্তর: (২০-২৪ ডিসেম্বর)
খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ (বিকেএসপি-৩)
ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো (ফতুল্লা)
চতুর্থ রাউন্ড ২য় স্তর: (২০-২৩ ডিসেম্বর)
রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ (সিলেট)
রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ (বগুড়া)
পঞ্চম রাউন্ড ১ম স্তর: (২৭-৩০ ডিসেম্বর)
খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ (ফতুল্লা)
ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ (বিকেএসপি-৩)
পঞ্চম রাউন্ড ২য় স্তর: (২৭-৩০ ডিসেম্বর)
রংপুর বিভাগ ও সিলেট বিভাগ (সিলেট)
রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ (চট্টগ্রাম)
ষষ্ঠ রাউন্ড ১ম স্তর: (৩-৬ জানুয়ারি)
খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো (ফতুল্লা)
ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ (বিকেএসপি-৩)
ষষ্ঠ রাউন্ড ২য় স্তর: (৩-৬ জানুয়ারি)
রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ (বগুড়া)
সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগ (চট্টগ্রাম)
Discussion about this post