বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল প্রথম ওয়ানডে। তবে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি নির্বিঘ্নেই হল। রোববার সেই লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডকে অনায়াসে ৮৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১৫ রান করে অস্ট্রেলিয়া। ম্যাচে অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক করেছেন ১০৫ রান। ইংল্যান্ডের মাঠে এটাই অজিদের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৯ সালে নটিংহ্যামে তারা করেছিল ৩০২ রান।
৩১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারে ২ বলে ২২৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বুধবার এজবাস্টনে তৃতীয় ওয়ানডে হবে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩১৫/৭ (ফিঞ্চ ৪৫, ওয়াটসন ৩৮, ক্লার্ক ১০৫, বেইলি ৮২, ভোজেস ১৬*, ফকনার ১৮, জনসন ৬*; র্যাংকিন ২/৪৯, বোপারা ২/৫৭, ফিন ২/৬৮, ট্রেডওয়েল ১/৬০)
ইংল্যান্ড: ৪৪.২ ওভারে ২২৭ (পিটারসেন ৬০, কারবেরি ৪, রুট ৩, মর্গান ৫৪, বাটলার ৭৫, ফিন ১৬, র্যাংকিন ১*; ম্যাকে ৩/৪৭, জনসন ২/৩৬, ওয়াটসন ১/১৭, ভোজেস ১/৩২, ফকনার ১/৩৯, ফাওয়াদ ১/৫৫)
ফল: অস্ট্রেলিয়া ৮৮ রানে জয়ী
ম্যাচ সেরা: মাইকেল ক্লার্ক।
Discussion about this post