ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের শতরান মাত্র ৫টি। অর্ধশতক ২৩টি। সবকিছু ঠিক থাকলে সেঞ্চুরির সংখ্যাটা আরো বাড়তে পারতো। শতরানের কাছে বারবারি্ ফিরে এসেছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৯ বলে ৬ চারে ৮০ রানে আউট সাকিব।
এর আগে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েন ১১১ রানের জুটি। আক্ষেপ নিয়ে বিদায় নেন সাকিব। এনিয়ে ১১বার আশি ছুঁয়েও দেখা পাননি শতকের। এই তালিকায় টেস্টে টাইগার ক্রিকেটারদের মধ্যে শীর্ষে তিনিই। তবে সব মিলিয়ে বাংলাদশের এই দুর্ভাগার তালিকার এক নম্বরে তামিম ইকবাল।
টেস্ট ক্যারিয়ারে ৮০ থেকে ৯০-এর ঘরে সাকিব আউট হয়েছেন নয়বার। আর দুবার অপরাজিত ছিলেন ৯৬ ও ৮৯ রানে। সব মিলিয়ে ৮০ থেকে ৯০ এর ঘরে সাকিবের ইনিংসের সংখ্যা ১১টি। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ আট সেঞ্চুরি করে শীর্ষে তামিম ও মুমিনুল হক। সবকিছু ঠিক থাকলে তাদের ছাড়িয়ে যেতেন সাকিব!
এদিকে মুশফিকুর রহীমের চোটে হঠাৎ সুযোগ পাওয়া লিটন তুলেছেন ফিফটি। টেস্টে এই কিপার ব্যাটসম্যানের এটি চার নম্বর হাফসেঞ্চুরি। ঢাকা টেস্টের লাঞ্চ বিরতির সময় ১১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৩৮৭। মাহমুদউল্লাহ ৭৫ ও লিটন ৫৩ রানে ব্যাট করছেন।
বাংলাদেশের হয়ে ৮০ ছুঁয়েও সেঞ্চুরির পাননি যারা
টেস্ট-
সাকিব আল হাসান: ১১ বার
তামিম ইকবাল: ৬ বার
মুশফিকুর রহিম: ৫ বার
হাবিবুল বাশার: ৩ বার
আন্তর্জাতিক ক্রিকেট-
তামিম ইকবাল: ১৬ বার
সাকিব আল হাসান: ১৫ বার
মুশফিকর রহিম: ১১ বার
জাভেদ ওমর বেলিম: ৫ বার
Discussion about this post