প্রত্যাশার সঙ্গে যেন প্রাপ্তির দেখা হল। ফতুল্লায় ৪ উইকেটের জয় দিয়ে নিউজিল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করল বাংলাদেশ। তাইতো রোববার উচ্ছ্বাসে মেতে উঠলেন মুশফিকুর রহীমরা। বললেন, এখন দলে পারফরমারের সংখ্যা অনেক বেড়েছে। কারও ওপর আর নির্ভর করতে হয় না। সবাই যেন ম্যাচ উইনার। যখন প্রয়োজন তখনই কেউ না কেউ বল কিংবা ব্যাট হাতে ঠিক জ্বলে উঠছে।’
একইভাবে নিউজিল্যান্ড অধিনায়ক কাইল মিলসও প্রশংসা করলেন বাংলাদেশের। জানালেন, ‘কারও একার নাম কিংবা বিচ্ছিন্নভাবে দুয়েকজনের কথা বলা যাবে না। পুরো বাংলাদেশ দলই অসাধারণ খেলেছে।’
তিনবছর আগে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এসেছিল ৪-০’তে জয়। এবার এবার ৩-০। কোনটাকে এগিয়ে রাখছেন মুশফিক? বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘দুটোই আনন্দের। তবে আমি এবারেরটা এগিয়ে রাখব। প্রথম কারণ এবারের মিশনের অধিনায়ক আমি। আমার নেতৃত্বে দল জিতেছে, এটা বড় প্রাপ্তি ও সুখকর অনুভূতি।’
ওয়ানডে মিশন সফলভাবে শেষ। এবার টি-টুয়েন্টি। ৬ নভেম্বর মিরপুর লড়াই। এনিয়ে মুশফিক বলছিলেন, ‘আপাতত ৩-০-এর আনন্দ করতে চাই। টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ড অনেক কঠিন দল। সেখানে জেতা কঠিন হবে। তবে আমরা শেষ ম্যাচ জিতে আনন্দ করতে চাই।’
http://youtu.be/umpRQVP4FNc
Discussion about this post