টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ। এবার তাদের চোখ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। সেই লড়াইয়ের জন্য এখনই প্রস্তুতি শুরু করছে আফগানিস্তান। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় হতে যাওয়া সেই বিশ্বকাপে বাংলাদেশ আর আফগানরা একই গ্রুপে। আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
এইতো বছরের শুরুর দিকে এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে চমকে দিয়েছিল যুদ্ধবিধ্বস্ত ওই দেশ।
আফগান ক্রিকেট কোচ কবির খান জানালেন, আগামী ১৫ এপ্রিল করাচিতে শুরু হবে দলের দুই সপ্তাহ’র ক্যাম্প। তখন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল এবং রশীদ লতিফও টিপস দেবেন তাদের।
ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় এরইমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ১০ লাখ ডলার সহায়তা পেয়েছে আফগানিস্তান।
Discussion about this post