ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেলেছিলেন। যে কারণে উচ্ছ্বাসিত ছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু ভাগ্যটা সুপ্রসন্ন হল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলেও চোটের কারণে তিনি বায়োবাবলে যোগ দিতে পারেননি। আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে এক সপ্তাহ। এমনটাই সোমবার জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
বেশ আগে থেকেই কুঁচকির ব্যথায় ভুগছেন ইমন। এতদিন ফিট থাকলেও হুট করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। পায়ের এই ব্যথা নিয়ে খেলা দূরে থাক, অনুশীলন চালিয়ে যাওয়াও কঠিন। তাকে তাই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘এটা তার পুরনো ইঞ্জুরি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় ব্যথা পেয়েছিল। সব ঠিক ছিল। ফিটনেস টেস্টও দিয়েছিল। হঠাৎ করে পরশু ব্যথা অনেক বেড়ে গেছে। ও এক সপ্তাহ বিশ্রামে আছে। বায়োবাবলের বাইরে থাকবে।’
ইমন সেরে ওঠার আগেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডি সিরিজের ওয়ানডে স্কোয়াড। প্রথমবার ডাক পাওয়ার সিরিজে যে ইমনের অংশ নেওয়া হচ্ছে না, তা বলায় যায়।
Discussion about this post