একটা সময় বাংলাদেশের বড় প্রতিদ্ধন্দীর নাম ছিল জিম্বাবুয়ে। তখন সমানে সমানে লড়াই হতো। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। বাংলাদেশ এগিয়ে তাকছে লড়াইয়ে। এ অবস্থায় টেস্টের পর সফরে প্রথম ওয়ানডেতেও বড় জয় পেয়েছে টাইগাররা। তার পথ ধরে ২০০৯ সালের পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২০১১ ও ২০১৩ সালে হারের হতাশা নিয়ে ফিরে দল। এবার মঞ্চ তৈরি। আজ রোববার জিম্বাবুয়েকে হারাতে পারলেই সিরিজ তামিম ইকবালদের।
ঠিক এমন মিশনে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস ভাগ্য থাকল না বাংলাদেশের। আগের ম্যাচে টস জিতে ব্রেন্ডন টেলর নিয়েছিলেন বোলিং। জিম্বাবুয়ে অধিনায়ক রোববার নিলেন ব্যাটিং। বোলিংয়ে বাংলাদেশ।
জয়ী দলটা নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় ওয়ানডেতেও পেলেন না তামিম ইকবাল। প্রথম ম্যাচে কব্জিতে চোট পান লিটন দাস। এমন কী টান লাগে কুঁচকিতে। তবে খেলছেন এই কিপার-ব্যাটসম্যান। তবে চোটের জন্য দুটি পরিবর্তন দেখা যাচ্ছে জিম্বাবুয়ে দলে। একাদশে নেই রায়ান বার্ল ও টিমাইসেন মারুমা। দলে ফিরেছেন অসুস্থতা কাটিয়ে উঠা সিকান্দার রাজা ফিরছেন একাদশে। ফিরছেন টিনাশে কামুনহুকামউই।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
টস
জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও ওয়েসলি মাধেভেরে।
Discussion about this post