টেস্টে শুরুতে যা একটু চমক দেখিয়েছিল তারা। এরপর শুধুই ব্যর্থতার বৃত্তে বন্ধী হয়ে থাকা। কিন্তু ওয়ানডে সিরিজে সেই চেনা ছন্দে ভারত। টানা তিন ম্যাচ জিতে সিরিজটা নিজেদের করে নিল মহেন্দ্র সিং ধোনির দল। মঙ্গলবার তারা ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল ইংল্যান্ডকে। একেবারে অনায়াস এক জয়।
এই জয় আরো ওপরে নিয়ে গেল ধোনিকে। ভারতের সবচেয়ে বেশি ৯১ ওয়ানডে ম্যাচ জেতা অধিনায়ক এখন তিনি।
মঙ্গলবার এজবাস্টনে টস জিতে ভারত। আর ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে। ৪৯.৩ ওভারে স্বাগতিকরা তুলে ২০৬ রান। মঈন ৫০ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৬৭ রান।
জবাব দিতে নেমে অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটি করে ১৮৩ রান। রাহানে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন । শিখর ধাওয়ান করেন ৯৭ রান। ম্যাচের তখনও বাকি ১২৮ বল বাকী থাকতেই জিতে যায় দল।
ওয়ানডেতে এটি ইংল্যান্ডের বিপক্ষে টানা সাত ম্যাচ জয় ভারতের।
৫ সেপ্টেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২০৬/১০, ৪৯.৩ ওভার (রুট ৪৪, মরগান ৩২, মঈন ৬৭; ভুবনেশ্বর ২/১৪, শামি ৩/২৮, জাদেজা ২/৪০)।
ভারত : ২১২/১, ৩০.৩ ওভার (রাহানে ১০৬, ধাওয়ান ৯৭*; গার্নি ১/৫১)।
ফল : ভারত ৯ উইকেটে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ভারত ৩-০-তে এগিয়ে।
ম্যাচসেরা : অজিঙ্কা রাহানে।
Discussion about this post