বেশ কয়েকবছর ধরেই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় আছে ভারত। সেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মিডিয়া স্বত্ব পাওয়ার লড়াইটা জমবে তা নিয়ে কোন সন্দেহই ছিল না। টানা তিন দিনের নিলাম শেষে জানা গেল তাদের স্বত্ব ৬১৩৮ কোটি ১০ লাখ রুপি। এরই পধ ধরে বিরাট কোহলিদের প্রতি ম্যাচের দাম মূল্য ৬০ কোটি রুপির বেশি।
আগামী পাঁচ বছর বিসিসিআই’র মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় দল ও ঘরোয়া চ্যাম্পিয়নশিপের মিডিয়া স্বত্বও পেয়েছে তারা।
এই মিডিয়া ম্বত্বের লড়াইয়ে সনি ও জিওকে ছাড়াও ছিল ফেসবুক, গুগল। তবে টেক্কা মারল স্টার ইন্ডিয়া। ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত এই স্বত্ব ছিল স্টারেরই। তখন সব হোম ম্যাচের মূল্য ছিল ৩৮৫১ কোটি রুপি।
৬১৩৮ কোটি ১০ লাখে বিক্রি হওয়া স্বত্বের হিসেবে ম্যাচ প্রতি হচ্ছে ৬০ কোটি ১০ লাখ রুপি। ৫ বছরের মধ্যে থাকছে ১০২টি ম্যাচ।
Discussion about this post