বিশ্ব ক্রিকেটে প্রতিদিনই লড়াই। মাঠে ব্যাট বলে, আর মাঠের বাইরের সেই লড়াইটা ধরা পড়ে র্যাঙ্কিংয়ের পাতায়। কখনো নামটা উঠে যায় শীর্ষে, কখনো ছিটকে পড়ে পেছনে। আর এই ওঠানামার মাঝেই মাঝে মাঝে দেখা যায় কিছু জাদু-যা কেবল পারফরম্যান্স দিয়ে নয়, আত্মবিশ্বাস আর দেশের মুখ উজ্জ্বল করার অদম্য ইচ্ছা দিয়ে গড়া।
মেহেদী হাসান মিরাজ। নির্ভরতার আরেক নাম। বিশ্ব টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। রবিন্দ্রু জাদেজার পরপরই জায়গা করে নিয়েছেন তিনি।
রিশাদ হোসেন, যিনি তার কাঁধে যেন লুকিয়ে রেখেছেন লেগ স্পিনের ভবিষ্যৎ। মাত্র কয়েক ম্যাচেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে। এক লাফে ১২ ধাপ!
ওপেনার পারভেজ হোসেন ইমন? তিনি যে ৮৫তম অবস্থানে উঠে এসেছেন, সেই সংখ্যাটা যতটা ছোট দেখায়, তার পেছনের প্রতিশ্রুতি ততটাই বড়। র্যাঙ্কিংয়ের পাতায় জায়গা করে নিয়েছে জো রুটের রাজত্বও। ৩৪ বছর বয়সে আবার ফিরে এলেন ব্যাটারদের এক নম্বর চূড়ায়। এমন সময়ে যখন সবাই ভেবেছিল, রুটের দিন বুঝি ফুরিয়ে এসেছে। তিনি যেন প্রমাণ করে দিলেন-মঞ্চে ফেরা যায়, যদি মনোবল না ফুরায়।
বোলিংয়ের দিকে তাকালে দেখা যায় আরেক নায়ক। জাসপ্রিত বুমরাহ, আগের মতোই শীর্ষে। কিন্তু পিছন থেকে তাড়া করছে স্কট বোল্যান্ড, হ্যাটট্রিক করে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে।
Discussion about this post