ক্রিকবিডি২৪.কম ডেস্ক
শনিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ষষ্ঠ আসরে অংশ নেবে সাতটি দল। শুরুর এই ক্ষণে চলুন দেখে নেই একনজরে বিপিএল পরিসংখ্যান।
শিরোপা: ঢাকা ৩ বার। (দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স, একবার ঢাকা ডায়নামাইটস)
বেশি শিরোপাজয়ী অধিনায়ক: মাশরাফি বিন মর্তুজা (৪বার)
সর্বোচ্চ রান: মাহমুদউল্লাহ রিয়াদ- ৬৪ ম্যাচে ১৪০০ রান।
সর্বোচ্চ উইকেট: সাকিব আল হাসান, ৬২ ম্যাচে ৮৩ উইকেট।
দলীয় সর্বোচ্চ রান: ২১৭, রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।
দলীয় সর্বনিম্ন রান: ৪৪, রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস।
এক ম্যাচে সর্বোচ্চ রান: ৪২২, দূরন্ত রাজশাহী ও বরিশাল বার্নাস।
এক ম্যাচে সর্বনিন্ম রান: ৮৯, রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস।
সর্বোচ্চ ব্যবধানে জয়: ১১৯, সিলেট রয়্যালসের বিপক্ষে জিতেছিল চিটাগং ভাইকিংস।
সর্বনিম্ন ব্যবধানে জয়: ১, দুবার এই ব্যবধানে হারে ঢাকা ডায়নামাইটস।
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: অপরাজিত ১৪৬, ক্রিস গেইল।
সর্বোচ্চ স্ট্রাইকরেট: ১৮৫.১৮! কার্লোস ব্র্যাথওয়েট। ১২ ম্যাচে এই স্ট্রাইকরেটে ২৫০ রান।
বেশি সেঞ্চুরি: ৫টি, ক্রিস গেইলের।
বেশি হাফসেঞ্চুরি: ১৪টি, তামিম ইকবালের।
Discussion about this post