ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১ আগষ্ট, বৃহস্পতিবার নতুন এক দিগন্তে পা রাখছে বিশ্ব ক্রিকেট। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ। এবার সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াই।তবে এনিয়ে পাঠকের মনে প্রশ্ন অনেক। সেই প্রশ্নের উত্তর খুঁজে নেই চলুন-
আইসিসি সব টেস্ট খেলুড়ে দেশকে নিয়ে এক অভিনব বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করে। নাম ঠিক করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এখন এটি গেছে- টেস্ট বিশ্বকাপ।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পরিকল্পনা ২০১০ সালে পাশ হয়। ২০১৩ সালে মাঠে গড়ানোর কথা ছিল এ টুর্নামেন্ট। কিন্তু আর্থিক কারণে পিছিয়ে যায় সংস্থাটি। যা নিয়ে অসন্তোষ দেখা দেয় ক্রিকেট মহলে।
২০১৯ সালের ১ আগস্ট থেকে ২০২১-এর ৩০ এপ্রিল পর্যন্ত হওয়া সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ হয়ে উঠবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ। টেস্ট রাঙ্কিংয়ের প্রথম ৯টি দেশকে নিয়ে চলবে এই বিশ্বকাপ।
২১ মাসে প্রতি দল খেলবে ৬টি করে দ্বিপাক্ষিক সিরিজ। এক একটি সিরিজের পয়েন্ট হবে ১২০। প্রতিটা দেশের মোট পয়েন্ট হবে ৭২০। তাই কোনও দেশের বেশি বা কম ম্যাচ খেলা দিয়ে বিচার্য হবে না পয়েন্টের হিসাব। তা হলে কী ভাবে নির্ধারিত হবে এ বিশ্বকাপের চ্যাম্পিয়ন? ২০২১-এর ৩০ এপ্রিলের পর পয়েন্টের হিসেবে প্রথম দুই দলের মধ্যে জুনে ইংল্যান্ডে হবে ফাইনাল। ঐ ম্যাচে জয়ী দলই হবে টেস্ট বিশ্বকাপের চ্যাম্পিয়ন।
আইসিসি টেস্টের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে যে উদ্যাোগ নিয়েছে তা সফল নাকি ব্যর্থ উত্তর মিলবে দুই বছর পর।
Discussion about this post