গোটা বছরটাই দুর্দান্ত খেলেছেন তিনি। এমন কী সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও বল হাতে ম্যাজিক দেখিয়েছেন রবিচন্দন অশ্বিন। তার পুরস্কারটাও পেয়ে গেলেন ভারতের এই তারকা ক্রিকেটার। সেরা বোলার ও অলরাউন্ডার জিতেছেন বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার।
এর আগে ভারতের হয়ে আইসিসির শীর্ষ এই পুরস্কার জিতেন রাহুল দ্রাবিড় এবং শচীন টেন্ডুলকার। কারণটাও সংগত। এক বছরে ৮ টেস্টে ৪৮ উইকেট নিয়েছেন অশ্বিন। করেছেন ৩৩৬ রান। এরমধ্যে ১৯ টি-টুয়েন্টি খেলে তার শিকার ২৭ উইকেট।
এদিকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। এক বছরে ১৬ ওয়ানডেতে চারটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে ৭৯৩ রান করেন তিনি।
চলুন এবার দেখে নেই এক নজরে কে কি পেলেন।
আইসিসির পুরষ্কার পাচ্ছেন যারা-
বর্ষসেরা ক্রিকেটার- (স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি)- রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার- মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার- সুজি বেইটস (নিউজিল্যান্ড)
বর্ষসেরা নারী টি-টুয়েন্টি ক্রিকেটার- সুজি বেইটস (নিউজিল্যান্ড)
বর্ষসেরা টি-টুয়েন্টি পারফরম্যান্স- কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)- ১ টি চার ও ৪ টি ছয়ে ১০ বলে ৩৪ রান*, বনাম ইংল্যান্ড, ২০১৬ টি-২০ বিশ্বকাপ ফাইনাল।
বর্ষসেরা সহযোগী দেশের ক্রিকেটার- মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান)
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড- মিসবাহ-উল-হক (পাকিস্তান)
বর্ষসেরা আম্পায়ার- (ডেভিড শেফার্ড ট্রফি)- মারাইস ইরাসমুস
Discussion about this post