জয় দিয়ে শুরু। সেই মুহূর্তে মনে হয়েছিল-এবার হয়তো অন্য গল্প লেখা হবে। কিন্তু এরপর থেকে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপটা হয়ে উঠল একের পর এক আফসোসের ক্যানভাস। সুযোগ এসেছে, হাতের নাগালেও ছিল জয়; কিন্তু শেষ পর্যন্ত বারবার হোঁচট খেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
তবু পরাজয়ের মাঝেও একটা সান্ত্বনা আছে। আইসিসির প্রাইজমানি হিসেবে দলটি দেশে ফিরবে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা নিয়ে। টুর্নামেন্টের ফল না হোক, পুরস্কার তালিকায় অন্তত মুখে কিছুটা হাসি রাখার মতো খবর এটিই।
সাত ম্যাচে এক জয়-সংখ্যাটা ছোট, কিন্তু প্রতিটি ম্যাচেই ছিল লড়াইয়ের গল্প। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা-তিন দলের বিপক্ষেই জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ছোট ছোট ভুলই বারবার বড় হয়ে দাঁড়িয়েছে সামনে।
লিগ টেবিলে বাংলাদেশ শেষ করেছে সপ্তম স্থানে, পাকিস্তানের ঠিক ওপরে। দুই দলের পয়েন্টই সমান (৩), কিন্তু নেট রানরেটে (–০.৫৭৮) এগিয়ে থাকায় বাংলাদেশের অবস্থান একটু উঁচু। পাকিস্তানের নেট রানরেট ছিল –২.৬৫১।
সপ্তম হয়ে শেষ করা দল হিসেবে বাংলাদেশ পাচ্ছে-অংশগ্রহণ ফি আড়াই লাখ ডলার (৩ কোটি ৩ লাখ টাকা)। এক ম্যাচ জয়ের পুরস্কার ৪১ লাখ ৬১ হাজার টাকা। সপ্তম স্থান অর্জনের পুরস্কার ২ লাখ ৮০ হাজার ডলার (৩ কোটি ৩৯ লাখ টাকা)। সব মিলিয়ে বাংলাদেশের প্রাপ্তি প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা। হতাশার টুর্নামেন্ট শেষে এই অর্থই দলের একমাত্র দৃশ্যমান পুরস্কার।
২০২৫ নারী বিশ্বকাপ ছিল আইসিসির ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির আসর। মোট অর্থমূল্য ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি ৩৫ লাখ টাকা।
চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি টাকার বেশি), রানার্সআপ দল ২২ লাখ ২৪ হাজার ডলার (২৭ কোটি টাকার বেশি)। দুই সেমিফাইনালিস্ট পাবে ১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা) করে।
অস্ট্রেলিয়া ১৩ পয়েন্ট নিয়ে শেষ করেছে শীর্ষে, ইংল্যান্ড (১১), দক্ষিণ আফ্রিকা (১০) ও ভারত (৭)-এই চার দল উঠেছে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা, আর দ্বিতীয়টিতে ভারত–অস্ট্রেলিয়া।
এবারের বিশ্বকাপের আয়োজন ছিল হাইব্রিড মডেলে, ভারত ও শ্রীলঙ্কায়। পাকিস্তান খেলেছে পুরো টুর্নামেন্ট কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, আর বাংলাদেশকে খেলতে হয়েছে ভিন্ন ভিন্ন কন্ডিশনে। বৃষ্টির কারণে পাকিস্তানের তিন পয়েন্টই এসেছে ‘নো রেজাল্ট’ থেকে-মাঠে তাদের কোনো জয় নেই।










Discussion about this post