পারিবারিক জীবনে বড় একটা ঝড় সামাল দিয়েছেন তিনি। তিন সন্তান, মা সুস্থ হয়ে উঠলেও শাশুড়িকে হারিয়েছেন সাকিব আল হাসান। এরপর সন্তানের পড়াশোনার জন্য ছুটে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। মিস করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রাউন্ড রবিন লিগও। তিনি যে দলে নাম লিখিয়েছিলেন সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব জায়গা করে নিতে পারেনি সুপার সিক্সে। মনে হচ্ছিল- এবার বুঝি লিগে দেখা যাবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
কিন্তু নাটকীয় ঘটনা ঘটল, একদিন আগেই। মোহামেডানের সাকিব নাম লেখালেন লিজেন্ডস অব রূপগঞ্জে। ঘরের ছেলে ঘরে যেন ফিরলেন। এই ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা অনেক পুরোনো। সেটিই মজবুত হলো।
সুপার লিগে খেলতে বুধবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পা রাখলেন সাকিব। জানালেন হঠাৎ করেই তার এই সিদ্ধান্ত। এক ঘন্টার সিদ্ধান্তে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান সাকিব। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, লিজেন্ডস অব রূপগঞ্জে খেলতে সাকিবকে ছাড়পত্র দিয়েছেন তারা।
দেশে ফিরে বুধবার বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব বলছিলেন, ‘একদম হঠাৎ করেই সিদ্ধান্ত। মানে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্তটি নেওয়া। ভাবলাম- যেহেতু একটা সুযোগ আছে খেলার, সামনে শ্রীলঙ্কা সিরিজটাও আছে, তো এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি, আমার জন্য প্রস্তুতি ভালো হবে। যেহেতু বেশ অনেক দিনের গ্যাপ একটা হয়ে গেল, প্রায় এক মাসের মতো হয়ে গেল যে ক্রিকেট খেলি না। যদি এই চারটা ম্যাচ খেলতে পারি, খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। সেজন্যই সুযোগটি নেওয়া।’
এই সুযোগেই রূপগঞ্জে নাম লেখালেন সাকিব। সব ঠিক থাকলে রূপগঞ্জের আগামী ম্যাচেই দলে যোগ দেবেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জ বৃহস্পতিবার লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে। ম্যাচটি হবে বিকেএসপির চার নম্বর মাঠে। ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী, কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম্যাচ না খেললে আর তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তিনি খেলতে পারেন অন্য কোনো দলে।
সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে ঢাকা সফরে আসছে শ্রীলঙ্কা। এবার এই সিরিজে খেলতে চান সাকিব। বলছিলেন, ‘এটায় সন্দেহের কোনো ব্যাপার ছিল বলে আমার মনে হয় না। যদি কোনো ইমার্জেন্সি থাকত, অবশ্যই সেটি অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব। এখন অবশ্যই ভালো অনুভব করছি। মনোযোগটা এখন ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনে যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৩ মে মিরপুরে।
তার আগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগের বাকি ৪টি ম্যাচ খেলবেন সাকিব। এই ৪ ম্যাচ দিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে চান তিনি। প্রিমিয়ার ক্রিকেট লিগে ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রূপগঞ্জ। বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে দলটি। পরের তিনটি ম্যাচ আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে সুপার লিগে পথচলা শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
Discussion about this post