খলনায়ক বনে গেলেন আবাহনীর পেসার আলাউদ্দিন বাবু। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে মঙ্গলবার সীমিত ওভারের খেলায় এক ওভারে সবচেয়ে বেশি রান (৩৯) দিলেন তিনি। তাকে এমন লজ্জায় ডুবালেন শেখ জামালের জিম্বাবুইয়ান ক্রিকেটার এল্টন চিগাম্বুরা।
এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, লিস্ট ‘এ’ ও টি-টুয়েন্টি ফরম্যাটসহ সব ধরনের সীমিত ওভারের খেলায় এক ওভারে এটা সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এক ওভারে সর্বাধিক ৩৬ রান (৬টি ছক্কা) দেওয়ার রেকর্ডটি ছিল ডাচ বোলার ফন বাঙ্গের। তার এক ওভারের সব ডেলিভারিতেই ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান টপ অর্ডার হারশেল গিবস। ২০০৬-০৭ মৌসুমে সেন্ট কিটসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সে রেকর্ডটি হয়েছিল। নেদারল্যান্ডসের ফন বাঙ্গে এখন খানিকটা দায়মুক্ত হতেই পারেন। তাকে দায়মুক্ত করেছেন বাংলাদেশের পেসার আলাউদ্দিন বাবু।
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক ওভারে দুটি ওয়াইড ও একটি নো বলসহ নয় বলে ৩৯ রান দিয়েছেন এ তরুণ পেসার। শেখ জামাল ইনিংসের সেটা ছিল শেষ ওভার। আবাহনীর পেসার আলাউদ্দিন বাবুর সে ওভারটি ছিল এমন- প্রথম বল : নো, ওয়াইড হয়ে কিপারের নাগালের বাইরে দিয়ে সীমানার ওপারে (মানে ৫ রান)। দ্বিতীয় বল : ওয়াইড (১ রান)। তৃতীয় বল : ছক্কা। চতুর্থ বল : বাউন্ডারি। পঞ্চম বল : ছক্কা। ষষ্ঠ বল : বাউন্ডারি। সপ্তম বল : ছক্কা। অষ্টম বল : ওয়াইড। নবম বল : ছক্কা।
ওই ওভারে চিগুম্বুরার ব্যাট থেকে এসেছে ৩২ রান। আর অতিরিক্ত থেকে আসে ৭।
৫১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা চিগুম্বুরা ৬৯ রানে অপরাজিত থাকেন, খেলেন মাত্র ৫৪ বল।
Discussion about this post