প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না! বৈশাখের তীব্র গরমে খেলতে নেমে জয় দেখা হলো না। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলায় হার দেখল ফেভারিট লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের বিপক্ষে জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৮ উইকেটে তারা হারাল লিজেন্ডস অব রূপগঞ্জকে।
লো স্কোরিং ম্যাচে লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল শুরুতে বোলিং ভাল করেই এগিয়ে যায়। বিকেএসপিতে আগে ব্যাট করে রূপগঞ্জ তুলে ১৬২ রান। জবাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৮.১ ওভারে ৮ উইকেট হাতে জয়ের বন্দরে নোঙর করে। ম্যাচ জেতালের সাইফ হাসান, ৮১ বলে ৭৮ রান তুলে।
অর্ধশতক করেন রবিউল ইসলামও। তার ব্যাটে ৬১ বলে ৫৮ রান। উদ্বোধনী জুটিতে ১৪১ রান করেন। এখানেই লো-স্কোরিং ম্যাচটা শেষ হয়ে যায়।
সকালে সাভারের বিকেএসপিতে তীব্র গরমে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় শেখ জামাল। আগের ম্যাচগুলোতে দাপট থাকলেও এবার পথ হারায় লিজেন্ডস ব্যাটাররা। ব্যাটিংয়ে যা একটু লড়াই করলেন ইরফান শুক্কুর। বাঁহাতি ব্যাটসম্যান করেন ৫৩ রান। সঙ্গে সোহাগ গাজী ২৯, মুক্তার আলি ১৮ রান তুলেন।অতিরিক্ত থেকে রূপগঞ্জ ২০ রান! পারভেজ রসুল ৩ উইকেট তুলেছেন। ২৯ রানে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম ও আরিফ আহমেদ।
এ অবস্থায় ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগ শেষ করল শেখ জামাল। মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের এটি ১১ ম্যাচে তৃতীয় হার। ১৬ পয়েন্ট নিয়ে লিগের সাবেক চ্যাম্পিয়নরা রয়েছে তিন নম্বরে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রোববারের আরেক ম্যাচে জিতেছে আবাহনী। আবাহনীর হয়ে এবার লিগের তৃতীয় ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত। ১১ ম্যাচে তাদের ১০ জয়। রান রেটে এগিয়ে আবাহনী আছে শীর্ষে। শেখ জামাল আছে এরপরই। তিনে মাশরাফির রূপগঞ্জ। এই অবস্থানে থেকে তারা খেলবে সুপার লিগ!
Discussion about this post