ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভাগ্যিস বল টেম্পারিং কাণ্ড হয়েছিল। গত বছরের মার্চে ওই অনাকাংখিত ঘটনা না ঘটলে অবশ্য ঢাকার মাঠে এভাবে দেখা যেতো না তাদের দু’জনকে। ভারতের বিপক্ষে সিরিজ নিয়েই ব্যস্ততাতে কেটে যেতো সময়। ভুলের ফাঁদে পা দিয়েছিলেন বলেই জাতীয় দল থেকে একবছরের জন্য ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এ সুযোগে এবার খেলে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
তারই পথ ধরে দুজনকেই অধিনায়ক বানিয়েছে তাদের দল। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচে রোববার লড়লেন দুই অধিনায়ক। কুমিল্লার স্মিথ আর সিলেটের ওয়ার্নার। ম্যাচ শুরুর আগে একসঙ্গে টস করলেন তারা। সন্দেহ নেই তাদের এই অংশ গ্রহণ আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বিপিএলের।
যদিও স্মিথকে বিপিএলে জায়গা করে দিতে নিয়ম পাল্টাতে হয়েছে। কুমিল্লা ড্রাফটের পর তাকে দলে নিয়েছে, এ অভিযোগে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি আপত্তি জানায়। বাইলজে ছিল নিলামের পর কোনো ক্রিকেটারকে দলে নিতে পারবে না। শেষে এসে বিপিএলের সুনামের কথা ভেবেই স্মিথের ব্যাপারে নমনীয় হয় সবাই। এরপর কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল চাইছিলেন স্মিথকে নেতৃত্বে দেখতে। এ কারণেই কুমিল্লা দলের অধিনায়ক বানিয়েছে সাবেক অজি ক্যাপ্টেনকে।
ওয়ার্নারকে অধিনায়ক করেছে সিলেট। বিপিএলে অভিষেকে অবশ্য ১৩ বলে ১৪ রান করেন তিনি। তবে তার রান আউট নিয়ে উঠেছে প্রশ্ন। তৌহিদ হৃদয় নাকি ডেভিড ওয়ার্নার আউট তা নিয়ে বিতর্ক উঠেছে। ননষ্ট্রাইক প্রান্তে বোলার শোয়েব মালিক যখন স্ট্যাম্প ভাঙেন, তখন স্ট্রাইক প্রান্তে ওয়ার্নার ও তৌহিদ দুজনেই দাঁড়িয়ে। আম্পায়ার রায় দেন ওয়ার্নার আউট! যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে তৌহিদ তার ক্রিজে ব্যাট রাখার আগেই সেখানে পা রেখেছেন ওয়ার্নার!
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১২৭/৮ (লিটন ১, ওয়ার্নার ১৪, হৃদয় ৮, আফিফ ১৯, সাব্বির ৭, পুরান ৪১, অলক ১৯, তাসকিন ৪, লামিচানে ১*, আল আমিন ১*; মেহেদি হাসান ২/২৪, শহীদ ২/২২, সাইফুদ্দিন ২/১৩)
Discussion about this post